সুকুমার বড়ুয়া
সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানায়। বাংলাদেশের নন্দিত ছড়াশিল্পী। তাঁর ছন্দকুশলতা, ভাবনা-স্বকীয়তা এবং বিষয়-চমকতা পাঠকের মনে মুহূর্তেই আনন্দ সঞ্চার করে। পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, ঠুসঠাস ছড়া সমগ্র, ১০০ ছড়াসহ প্রায় ত্রিশটি ছড়াগ্রন্থের রচয়িতা সুকুমার বড়ুয়া বাংলা একাডেমি, একুশে পদক, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য সম্মাননা, আলাওল শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক পেয়েছেন। তাঁর মজার পড়া ১০০ ছড়া গ্রন্থে শিশু-কিশোরদের মন ছুঁয়ে যাওয়া নির্বাচিত শত ছড়া স্থান পেয়েছে। মারা গেছেন: ২ জানুয়ারি, ২০২৬।
সুকুমার বড়ুয়া এর বই