কথাপ্রকাশ
সৃজনশীলতার বিস্তার এবং দেশের নবীন-প্রবীণ লেখকদের রচনা তুলে ধরতে কথাপ্রকাশ-এর যাত্রা শুরু ২০০২ সাল থেকে। অগণিত পাঠকের চাহিদাকে সামনে রেখে নিয়মিত বিচিত্র বিষয়ক বই প্রকাশ করে চলেছে কথাপ্রকাশ। দেশের নবীন-প্রবীণ প্রতিভার সম্মিলন ঘটিয়ে বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’য় অংশগ্রহণ করে আসছে। এছাড়া পাঠকের সঙ্গে সরাসরি সংযােগ স্থাপনের জন্য প্রতি বছর রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শিশু একাডেমীসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আয়ােজন করে চলেছে ‘কথাপ্রকাশ বই উৎসব’ । কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে বিভিন্ন পদক ও সম্মাননা। ২০১৩ সাল থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি লাভ করেছে কথাপ্রকাশ। বর্তমানে প্রতিষ্ঠানটি জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বহির্বিশ্বে বাংলাভাষীদের কাছে বাংলা সাহিত্যকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।