Binary file
অতনু চক্রবর্তী

অতনু চক্রবর্তী সঙ্গীত বিষয়ক অনুসন্ধানী লেখালেখির ক্ষেত্রে প্রায় পঁচিশ বছর ধরে নিরন্তর সক্রিয়। লেখক, গীতরচয়িতা এবং সুরস্রষ্টা বি.এফ.এ.জে. পুরস্কারে সম্মানিত অতনু চক্রবর্তী রাগসঙ্গীতের দিকপালদের নিয়ে ধারাবাহিক রচনার পাশাপাশি অন্যান্য গীত ধারা নিয়েও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণী-রচনায় সক্রিয়। নানান ধারার শতাধিক শিল্পীর জীবন ও কর্ম নিয়ে তার লেখা ধারাবাহিকভাবে পত্রিকার পাতায় প্রকাশিত হয়ে পাঠকের অভিনন্দন কুড়িয়েছে। গ্রন্থসমূহ : মুখোমুখি রবিশঙ্কর, আমার মালতী লতা, মাইফেল বাহার, হেমন্তের গান যাপন, পাঁচালী থেকে অস্কার, মেঘে ঢাকা তারা, স্বপ্নমানবী কাননদেবী, কিশোর কুমার পাগলা ফাইল, সুরের শাহেনশা মহঃ রফি, মুখোমুখি মান্না দে, মুখোমুখি বিলায়েৎ খান, আশা, পঞ্চম, স্বরসম্রাট উস্তাদ আলি আকবর খান, গওহরজান থেকে সুমনের গান প্রভৃতি।