author image
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড

আনন্দবাজার পত্রিকার কর্ণধার প্রয়াত অশোককুমার সরকার (১৯১২-১৯৮৩) চেয়েছিলেন একটি সৃজনশীল প্রকাশনা সংস্থা গড়ে তুলতে যা বাংলার সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনাজগৎকে সমৃদ্ধ করবে। এই সংকল্প সার্থক করে তোলার জন্যই ১৯৫৭ সালে আনন্দ পাবলিশার্সের সূচনা। প্রথম প্রকাশিত বইটি ছিল সুবোধ ঘোষ-এর শতকীয়া'। আজ এই সংস্থা বাংলা প্রকাশনাজগতে প্রথম সারির বলে গণ্য। বাংলা সাহিত্যের প্রায় সব বিখ্যাত লেখকদের গ্রন্থই ইতিমধ্যে আমরা পাঠকের হাতে তুলে দিতে পেরেছি। ধারাবাহিক অভিজ্ঞতা, গবেষণাধর্মী উচ্চমানের রচনা, গ্রন্থনির্মাণে গুণমানের সুবাদে আনন্দ পাবলিশার্স গত ষাট বছর ধরে গ্রন্থপ্রকাশনায় অন্যতম প্রধান স্থান অর্জন করেছে।