author image
মুক্তদেশ প্রকাশন

মুক্তদেশ প্রকাশনের পথচলা শুরু ২০০৫ সালের জুন মাসে। দেখতে দেখতে ১৮ বছরে পার করলো মুক্তচিন্তার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান, মুক্তদেশ প্রকাশন। শিল্প , বাণিজ্য, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান, মোটিভেশনাল, তথ্য প্রযুক্তি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ব‌ইসহ মোট ৮০০ ব‌ই প্রকাশ করেছে এই প্রকাশনা প্রতিষ্ঠান।তবে সব কিছু ছাপিয়ে মোটিভেশনাল ব‌ইয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে মুক্তদেশ প্রকাশন। ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র আত্মোন্নয়নমূলক ১০০ ব‌ই প্রকাশ করেছে এই প্রকাশনা প্রতিষ্ঠান।