![Binary file](/meta_baatighar_project/static/description/images/man.png)
নীহাররঞ্জন গুপ্ত
ডাঃ নীহাররঞ্জন গুপ্ত (৬ জুন ১৯১১ – ২০ ফেব্রুয়ারি ১৯৮৬) ছিলেন একাধারে চিকিৎসক ও বাংলা সাহিত্যের জনপ্রিয় রহস্য কাহিনীকার, যিনি কিরীটী রায় নামক গোয়েন্দা চরিত্রের স্রষ্টা হিসেবে খ্যাত। যশোর জেলার ইটনায় জন্মগ্রহণ করা নীহাররঞ্জন শৈশব থেকে লেখালেখির প্রতি অনুরাগী ছিলেন। কলকাতা ও লন্ডন থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা লাভের পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তার সাহিত্য রচনায় গভীর প্রভাব ফেলেছিল। প্রায় ৪৫টি উপন্যাস চলচ্চিত্রায়িত হওয়া ছাড়াও তার রচনায় ভারতীয় উপমহাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অনন্যভাবে প্রতিফলিত হয়েছে। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সাহিত্য ও চিকিৎসা পেশায় সমানভাবে নিবেদিত ছিলেন এবং বাংলা সাহিত্যে রহস্য কাহিনির অপ্রতিদ্বন্দ্বী রচয়িতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন।