
অভীক ওসমান
অভীক ওসমান ১৯৫৬ সালের ২৮ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, নাট্যকার ও গবেষক, যিনি বাংলা সাহিত্য ও নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্তরের দশকে ছাত্রনেতা হিসেবে সক্রিয় থাকা অভীক ওসমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘ তিন দশক চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক ও জিপিএইচ ইস্পাতের মিডিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে *নির্বাচিত পদ্য*, *নাট্য চতুষ্টয়*, *শুধু তোমার জন্যে এই অরণ্যে*, *হে সংসার হে লতা*, *গুরুদক্ষিণা* এবং *শহীদ মেজর নাজমুল হক: সেক্টর ৭ এর বিস্মৃত কমান্ডারের উপাখ্যান*। তার সাহিত্যকর্মে মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও সমাজচেতনাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
অভীক ওসমান এর বই সমূহ