রজতশুভ্র মজুমদার
রজতশুভ্র মজুমদার একজন কবি, কথাসাহিত্যিক এবং বাংলা তরুণ প্রজন্মের প্রবন্ধকার। তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৯৯ সালে এবং তার প্রথম কবিতার বই বা কাব্যগ্রন্থ হল হালুদ কাগজে তৈরি,যা ২০০২ সালে কবিতা "পাক্ষিক" থেকে প্রকাশিত হয়। তিনি ১৭ টি কাব্যগ্রন্থ লিখেছেন।