
অরুণেন্দু দাস
অরুণেন্দু দাসের জন্ম রেঙ্গুনে ১৯৩৮ সালে। পিতা যধুলাল দাস এবং মাতা অমিয়বালা দাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ডা. দাস তার পরিবারকে রেঙ্গুন থেকে বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে নিয়ে আসেন ও পরে কলকাতায় চলে যান পড়াশুনা শিবপুর বি ই কলেজে (১৯৫৬-১৯৬১), বিষয় আর্কিটেকচার। ষাটের দশকের শেষদিকে তিনি চাকরিসূত্রে ইংল্যান্ডে পাড়ি দেন ও পরে সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। অরুণেন্দু বিংশ শতকের নতুন বাংলা গানের অন্যতম দিশারী ও একজন শ্রেষ্ঠ গীতিকার। তাঁর অনেকগুলি গান ‘মহীনের ঘোড়াগুলি’ সম্পাদিত বাংলা গানের অ্যালবামে প্রকাশিত। ইউটিউবেও ‘অরুণদার গান’ খুব জনপ্রিয় অ্যালবাম। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গান আরও জনপ্রিয় হয়ে চলেছে। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রন্থ : ভালোবাসি তাই জানাই গানে।
অরুণেন্দু দাস এর বই সমূহ