
ডক্টর হাসনা বেগম
হাসনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা করেছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী এবং নয়া দিল্লীর স্টারলিং পাবলিশার্স থেকে তার বেশ কিছু বই বেরিয়েছে। দর্শন, নীতিশাস্ত্র, সমাজ-গবেষণা, নারী-গবেষণা ইত্যাদি বিষয়ে দেশে বিদেশে তার প্রচুর নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া উপন্যাস এবং কবিতা্ও লেখেন। সম্প্রতি তার প্রথম উপন্যাস মাধবীর কথা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বায়োএথিক্স,জার্নাল অব এসিয়ান বায়োএথিক্স(Blackwell Publishers, U.K. and U.S.A.)এবং ইন্টারন্যাশনাল বায়োএথিক্স (New Zealand)-এর সম্পাদকীয় পরিষদের সম্মানীত সদস্য।
ডক্টর হাসনা বেগম এর বই সমূহ