Anoushka Shankar
অনুষ্কা শঙ্কর একজন সেতার বাদক এবং সুরকার। তার পিতা ভারতীয় বাঙালি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর ও মাতা সুকন্যা শঙ্কর। অনুষ্কা ১৯৮১ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়স থেকে তিনি তার বাবার কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন। মাত্র তেরো বছর বয়সে প্রথম জনসমক্ষে সেতার পরিবেশন করেন; সেই থেকেই তার শিল্পীজীবনের শুরু হয়। তার ঐ পরিবেশনায় তবলাবাদক ছিলেন জাকির হুসেইন। ১৯৯৮ সালে তিনি ব্রিটিশ হাউস অফ কমন্স শিল্ড লাভ করেন এবং ভূষিত হন আরো অসংখ্য পুরষ্কারে।
Anoushka Shankar এর বই সমূহ