প্রণবকুমার মুখোপাধ্যায়
প্রণবকুমার মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৭ সালের ২৮শে সেপ্টেম্বর মহালয়ার দিন কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ অসম্পূর্ণই থেকে গেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই বন্ধুর পরামর্শে পি-এস-সি পরীক্ষা দেন ও পাশ করে চাকরিতে যোগ দেন। দেবব্রত বিশ্বাসের কাছে বেশ কিছু দিন রবীন্দ্রসঙ্গীতের তালিমও নিয়েছেন। পনেরো বছর বয়স থেকেই লেখালেখির শুরু। কৃত্তিবাস পত্রিকার সঙ্গে দ্বিতীয় সংখ্যা থেকেই লিখেছেন। এই পত্রিকার সঙ্গে তাঁর যোগাযোগ শেষদিন পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। তাঁর প্রথম কাব্য গ্রন্থ 'অতলান্ত' প্রকাশিত হয় ১৩৬১ সালে কৃত্তিবাস প্রকাশনী থেকে। সারা জীবনে লিখেছেন অজস্র কবিতা ওগদ্য। তাঁর মোট কবিতার বই যদিও মাত্র সাতটি। শেষ গ্রন্থ 'কেমন আছে এই পৃথিবী' প্রকাশিত হয় ২০১৫ সালে।