নুরজাহান
'নুরজাহান’ উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। নুরজাহান উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে একটি পরিবারের গল্প। সেই সাথে উঠে এসেছে ১৯৪৭ সাল থেকে দেশের তৎকালিন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষোপট। নুরজাহান চিরন্তন বাঙালি নারীর একটি রুপ। একক কোন চরিত্র নয়। তার মতো হাজার বাঙ্গালি নারী আছেন যারা নিজের আর সন্তানদের অস্তিত্ব রক্ষায়, অলক্ষ্যে লড়ে গেছেন পরিবারের সাথে, সমাজের সাথে। নুরজাহানের চরিত্রের মধ্যে দিয়ে সেইসব নারীদের জীবন গল্প বলার এটা একটা প্রয়াস মাত্র।
১৯৩৩ সালে নুরজাহানের জন্ম। কৈশোর থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার পাশাপাশি বিভিন্ন সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যার জীবন অতিবাহিত হয়েছে। গল্পের পটভূমি সেই ১৯৫০ দশকের বৃহত্তর নোয়াখালী জেলার একটি প্রত্যন্ত গ্রামের সম্ভ্রান্ত মাওলানা বাড়ি। যে বাড়ির মেজ বউ নুরজাহান। এই উপন্যাসে বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনে নিচিন্তা গ্রামের মাওলানা বাড়ির ভূমিকা এবং ভাষা সৈনিক গাজীউল হকের জীবনের কিছু অংশ উঠে এসেছে। সেই সময় মাওলানা বাড়ির পরিবেশ কেমন ছিল সেটা পাঠকদের ধারনা দিতে উপন্যাসের শেষে মাওলানা বাড়ির বিখ্যাত ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে।
১৯৪৭ এর দেশ বিভাগ, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৮ এর আইয়ুব শাসনামল, ১৯৬২ এর শিক্ষা কমিশন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৭১ পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এ সময়কালিন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ধরনের প্রতিকূলতাই নুরজাহানের পরিবার ও ব্যক্তি জীবনে প্রভাব ফেলেছে কখনো প্রত্যক্ষভাবে কখনো বা পরোক্ষভাবে। উপন্যাসটি আমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সময়ের গল্প। যে গল্প বলা হয়েছে একটা পরিবারকে কেন্দ্র করে। এই উপন্যাসের চরিত্রগুলো নোয়াখালীর আঞ্চলিক ভাষাতে কথা বললেও পাঠকের বোঝার সুবিধার্থে উপন্যাসের ভাষা চলিত রাখা হয়েছে।
নুরজাহানের চরিত্রকে ফুটিয়ে তূলতে একটুতো বেগ পেতে হয়েছেই। উনার সমসাময়িক কেউ আর এখন বেঁচে নাই। নুরজাহান এবং তার ছেলেমেয়েদের কাছে শোনা গল্পই পাঠকের জন্য তুলে ধরেছি। আশা করি এই গল্প পাঠকের মনে স্থান করে নিবে।
নুরজাহানের জীবন ভ্রমনে আপনাকে সাদর আমন্ত্রণ।
'নুরজাহান’ উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। নুরজাহান উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে একটি পরিবারের গল্প। সেই সাথে উঠে এসেছে ১৯৪৭ সাল থেকে দেশের তৎকালিন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষোপট। নুরজাহান চিরন্তন বাঙালি নারীর একটি রুপ। একক কোন চরিত্র নয়। তার মতো হাজার বাঙ্গালি নারী আছেন যারা নিজের আর সন্তানদের অস্তিত্ব রক্ষায়, অলক্ষ্যে লড়ে গেছেন পরিবারের সাথে, সমাজের সাথে। নুরজাহানের চরিত্রের মধ্যে দিয়ে সেইসব নারীদের জীবন গল্প বলার এটা একটা প্রয়াস মাত্র। ১৯৩৩ সালে নুরজাহানের জন্ম। কৈশোর থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার পাশাপাশি বিভিন্ন সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যার জীবন অতিবাহিত হয়েছে। গল্পের পটভূমি সেই ১৯৫০ দশকের বৃহত্তর নোয়াখালী জেলার একটি প্রত্যন্ত গ্রামের সম্ভ্রান্ত মাওলানা বাড়ি। যে বাড়ির মেজ বউ নুরজাহান। এই উপন্যাসে বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনে নিচিন্তা গ্রামের মাওলানা বাড়ির ভূমিকা এবং ভাষা সৈনিক গাজীউল হকের জীবনের কিছু অংশ উঠে এসেছে। সেই সময় মাওলানা বাড়ির পরিবেশ কেমন ছিল সেটা পাঠকদের ধারনা দিতে উপন্যাসের শেষে মাওলানা বাড়ির বিখ্যাত ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। ১৯৪৭ এর দেশ বিভাগ, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৮ এর আইয়ুব শাসনামল, ১৯৬২ এর শিক্ষা কমিশন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৭১ পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এ সময়কালিন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ধরনের প্রতিকূলতাই নুরজাহানের পরিবার ও ব্যক্তি জীবনে প্রভাব ফেলেছে কখনো প্রত্যক্ষভাবে কখনো বা পরোক্ষভাবে। উপন্যাসটি আমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সময়ের গল্প। যে গল্প বলা হয়েছে একটা পরিবারকে কেন্দ্র করে। এই উপন্যাসের চরিত্রগুলো নোয়াখালীর আঞ্চলিক ভাষাতে কথা বললেও পাঠকের বোঝার সুবিধার্থে উপন্যাসের ভাষা চলিত রাখা হয়েছে। নুরজাহানের চরিত্রকে ফুটিয়ে তূলতে একটুতো বেগ পেতে হয়েছেই। উনার সমসাময়িক কেউ আর এখন বেঁচে নাই। নুরজাহান এবং তার ছেলেমেয়েদের কাছে শোনা গল্পই পাঠকের জন্য তুলে ধরেছি। আশা করি এই গল্প পাঠকের মনে স্থান করে নিবে। নুরজাহানের জীবন ভ্রমনে আপনাকে সাদর আমন্ত্রণ।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849884323 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
2025 |