True
Author image

Taufiqur Rahman

জন্ম ১৯৮১ সনে, কুষ্টিয়া শহরে। বাবা পেশায় প্রকৌশলী এবং মা গৃহিনী। বাবা'র চাকুরীর সূত্রে শৈশব কেটেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স কলোনীতে, এরপর বেড়ে ওঠা খুলনা শহরে। হাইস্কুল এবং কলেজের পাঠ খুলনা পাবলিক কলেজ থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর কর্মজীবনে প্রবেশ করেন। বর্তমানে একটি স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কর্মজীবনে থাকাকালীন তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং ও ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন এবং ইউনিভার্সিটি অফ টাফটস (যুক্তরাষ্ট্র) এর দ্যা স্কুল অব ল' এন্ড ডিপ্লোমেসি থেকে ডিজিটাল ফিন্যান্স বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন । স্ত্রী নীলা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। তিনি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের একমাত্র সন্তান মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত। “লাল টিপ বেগুণী ফুল” লেখকের প্রথম প্রকাশিত কবিতার বই । তার লেখা কবিতার মূল উপজীব্য প্রেম ও বিরহ। সঙ্গীত, ফটোগ্রাফি, ভ্রমণ এবং সিনেমা ভালোবাসেন।
Filters
x
ক্যাটাগরি