True

বাতিঘর লেখকের অটোগ্রাফ:  শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Clarico-Full Image

বাতিঘর লেখকের অটোগ্রাফ : শীর্ষেন্দু মুখোপাধ্যায়


কিছু শব্দ,  নতুন বইয়ের ঘ্রাণ আর বই হাতে কাটানো অসাধারণ কিছু সময়। অবসরে মস্তিষ্কের  এক কোণে জমে থাকে লেখককে নিয়ে অদ্ভুত এক অনুভূতি। এত পাঠকের মাঝে লেখক তো আর পৌঁছে যেতে  পারেন না সেই অনুভূতি নিয়ে। তবে কলমের খোঁচায় তৈরি লেখকের একটি অটোগ্রাফ তো থাকতেই পারে পাঠকের সংগ্রহে। লেখক-পাঠকের এই যোগসূত্রকে দৃঢ় করে তুলতে বাতিঘর নিয়ে আসছে  লেখকের অটোগ্রাফ আয়োজন। 

জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অটোগ্রাফ সংগ্রহের সুযোগ পাচ্ছেন বাতিঘরের পাঠক। এ উদ্যোগে বাতিঘরের সাথে থাকছে কলকাতার প্রকাশনা পত্রভারতী। 


জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে। দু’হাতে লিখেছেন সববয়সি পাঠকের জন্য। তাঁর বইয়ের সংখ্যা দু’শতাধিক। উল্লেখযোগ্য উপন্যাস পার্থিব, দূরবীন, মানবজমিন, গয়নার বাক্স, যাও পাখি, পারাপার ইত্যাদি। শিশু-কিশোরদের জন্যও লিখেছেন অনেক গল্প-উপন্যাস। পাঠকপ্রিয় রহস্যগল্পের বই মনোজদের অদ্ভুত বাড়ি, ভুতুড়ে ঘড়ি, হেতমগড়ের গুপ্তধন, নন্দীবাড়ির শাঁখ, ছায়াময়। সাহিত্যে অবদানের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 


বাতিঘরে চলছে শীর্ষেন্দু মুখোপাধ্যয়ের অটোগ্রাফ সহ বই পাওয়ার চমৎকার সুযোগ


শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নির্বাচিত বই

শর্তাবলী

এই আয়োজন চলাকালে নির্ধারিত গুগোল ফরমে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে। আপনি যে বই অর্ডার করবেন তার মূল্য (হোম ডেলিভারির ক্ষেত্রে নির্ধারিত ডেলিভারি চার্জ সহ) অগ্রিম পরিশোধ করতে হবে। আমাদের বিক্রয়প্রতিনিধি ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আপনার অর্ডার নিশ্চিত করবেন। নির্ধারিত ফরম ছাড়া বাতিঘরের কোনো বিক্রয়কেন্দ্র কিংবা ওয়েবসাইটে এ ক্যাম্পেইনের জন্য অর্ডার গ্রহণ করা হবে না। 

কলকাতার পত্রভারতী থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা যে কোনো বইয়ে আপনি অটোগ্রাফ সংগ্রহ করতে পারবেন। ওপরে নির্ধারিত বইগুলোর তালিকা দেখা যাবে।

নির্ধারিত ফরম পূরণের আগে আপনার অর্ডারকৃত বইয়ের মূল্য (প্রযোজ্য ক্ষেত্রে ডেলিভারি চার্জসহ) +880 1737-317841 এই নম্বরে বিকাশ পেমেন্ট করুন। পেমেন্ট রেফারেন্সে আপনার নাম লিখুন।  ফরমে আপনার ট্রানজাকশন আইডি ও কোন নম্বর থেকে বিকাশ করেছে তা সঠিকভাবে লিখুন। আমাদের বিক্রয়প্রতিনিধি ৪৮-৭২ ঘন্টার মধ্যে আপনার অর্ডার নিশ্চিত করবে।

আপনি চাইলে একাধিক বইয়ে আলাদা নামে অটোগ্রাফ সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আলাদাভাবে ফরম পূরণ করতে হবে। 

প্রি-অর্ডারকৃত বইগুলো ৩১ জানুয়ারি ২০২৪-এর মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে বাতিঘর আউটলেট থেকেও সংগ্রহ করতে পারবেন। আপনাদের অর্ডার প্রস্তুতি সম্পন্ন হলে এসএমএস-এর মাধ্যমে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। 

কোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজন হলে +880 1737-317841 নম্বরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া আপনার প্রশ্ন জানিয়ে ইমেইল করতে পারেন এই ঠিকানায় : contact@baatighar.com পাশাপাশি বাতিঘরের প্রতিটি বিক্রয়কেন্দ্রে এ বিষয়ে তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে

আয়োজন সহযোগিতায় : পত্রভারতী প্রকাশনী

বাংলা প্রকাশনা জগতে অত্যন্ত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত  প্রকাশনার নাম 'পত্রভারতী'। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বহন করে চলেছে  বিষয় ও নান্দনিকতার সুচারু মেলবন্ধনের ঐতিহ্য। বিষয়ের অসামান্য বৈচিত্র্য এবং ব্যাপ্ত গভীরতা দিয়ে এ প্রতিষ্ঠান অল্পসময়ে পৌঁছে গেছে বাংলার বৃহত্তর পাঠককুলের  কাছে। নিবেদিতপ্রাণ সম্পাদকীয় বিভাগ ও সুদক্ষ  শিল্পীবৃন্দ সচেষ্ট রয়েছেন পাঠকের রুচি ও প্রত্যাশাকে মলাটবন্দি বইয়ের মাধ্যমে পূর্ণতা দিতে। দেশ ও বিদেশের নানা স্তরে প্রকাশনায় এই নিরন্তর অবদানের জন্য প্রশংসিত এবং পুরস্কারে আলোকিত হয়েছে পত্রভারতীর নানা বই।

বাংলা সাহিত্য এবং সংস্কৃতি জগতের জ্যোতিষ্ক যাঁরা, তাঁদের সান্নিধ্য এবং স্নেহচ্ছায়ায় পত্র ভারতী ধন্য। সত্যজিৎ রায়, শঙখ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, সৈয়দ মুস্তাফা সিরাজ, নবনীতা দেবসেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আনিসুজ্জামান, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রফুল্ল রায়, সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য, প্রমুখ বহু কবি ও সাহিত্যিকের মহৎ সৃষ্টিসম্ভার পত্রভারতীর অহংকার।