True
Author image

ইমরুল ইউসুফ

ইমরুল ইউসুফ শিশুসাহিত্যিক। জন্ম ১৯৭৭ সালের ৪ঠা এপ্রিল সাতক্ষীরার কালীগঞ্জে। বাবা গাজী আজিজুর রহমান, মা শরীফা খাতুন। ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর। কর্মজীবন শুরু করেন ভোরের কাগজ-এর ফিচার বিভাগে। ঢাকা আহ্ছানিয়া মিশনের ক্রিয়েটিভ সেলেও কাজ করেছেন। গণনাট্যকেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বেতার ও টিভি নাটকে। বাংলাদেশ বেতার ঢাকাকেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক। বর্তমানে বাংলা একাডেমির উপপরিচালক। গ্রন্থের সংখ্যা ৪১টি। উল্লেখযোগ্য গ্রন্থÑশিশুতোষ গল্প : নানাবাড়ির ছানাভূত, যুদ্ধের খেলা, সাতরঙা আইসক্রিম, চড়ুই ও কুমড়ো লতা, ফ্রিজের মাছের কষ্ট, গল্পে গল্পে অঙ্ক শিখি, আমাদের বাড়িতে প্রতিদিন একটি হনুমান আসে, এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প, ভালোবাসার সবুজ গাছ, বৃষ্টির মেয়েটা ব্যাঙের ছেলেটা প্রভৃতি। বঙ্গবন্ধু-বিষয়ক গ্রন্থ : বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ির উঠোনে, শিশু ভাবনায় বঙ্গবন্ধু। রম্যরচনা : ফাটাফাটি ভালোবাসা, অতি অল্প ট্যারা গল্প। কবিতা/ছড়া : আমার ঘরের দেয়ালে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, তোমার চুল আকাশে হেলান দিয়ে নক্ষত্র দেখে, মজার পড়া ফলের ছড়া, ক্যাম্পানুকাব্য। জীবনীগ্রন্থ : আমাদের ভাষাশহিদ, শেরে বাংলা, কৃষ্ণকথা, মানুষের যিশু। স্থাপত্য : কান্তজীর মন্দির। অন্যান্য গ্রন্থ : মিলিয়ে নাও তোমার হাতের ছাপ, বাংলাদেশের মাছ, মনে কতো প্রশ্ন জাগে, ছোটোদের বিশ্বরেকর্ড প্রভৃতি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ এসবিএসপি শিশুসাহিত্য পুরস্কার (২০২২), এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ শিশুসাহিত্য পুরস্কার (২০২২), আলপনা শিশুসাহিত্য পুরস্কার (২০২২)-সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত।
Filters
x
ক্যাটাগরি