Filters

আফসানা বেগম

আফসানা বেগম / Afsana Begum (574894156165)

আফসানা বেগম ১৯৭২ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখানেই পিএইচডি গবেষণা করছেন। ২০১৪ সালে পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার। গ্রন্থসমূহ : বেদনার আমরা সন্তান, আমি অথবা আমার ছায়া, দিনগত কপটতা, প্রতিচ্ছায়া, দহনদিনের বীণা, অনন্তের কাছে, মুখোশের আড়ালে, অলীকের অভিযান ইত্যাদি।


Books by the Author

200.00 ৳ 150.00 ৳ 150.0 BDT
330.00 ৳ 247.50 ৳ 247.5 BDT