Filters

লুৎফুল কায়সার

লুৎফুল কায়সার / Lutful Kaiser (+++++3652+652632+65+6)

লুৎফুল কায়সার এর জন্ম ২৮শে অক্টোবর ১৯৯২, রাজশাহীতে। বেড়ে ওঠাও সেখানে। পড়াশোনা করেছেন রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এ পর্যন্ত দুটি মৌলিক এবং বেশ কয়েকটি অনুবাদ প্রকাশিত হয়েছে তার। মৌলিক বই দুটির নাম 'আফ্রিতা' ও 'এলাইজা'।  উল্লেখযোগ্য অনুবাদকর্মের মধ্যে রয়েছেঃ আরবান লেজেন্ডস, ক্রিপিপাস্তাস, আমেরিকান সাইকো, ব্ল্যাকআউট, দ্য আন্ডারডোয়েলিং, পাপেট গ্রেভইয়ার্ড, ড্রাকুলা ইত্যাদি। লেখালেখিতে তার পছন্দের ক্যাটাগরি হচ্ছে হরর। ড্রাকুলা লুৎফুল কায়সার এর করা প্রথম বাংলাদেশি পূর্ণাঙ্গ  অনুবাদ।


Books by the Author