গোলাম আহমাদ মোর্তজা
গোলাম আহমদ মোর্তাজা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন বক্তা,গবেষক ও লেখক। তিনি বিখ্যাত হয়েছেন তার কয়েকটি ইতিহাসের বই ও ইতিহাস ভিত্তিক বিতর্কিত বক্তব্যের মাধ্যমে। পশ্চিমবঙ্গের সরকার ১৯৮১ সালে তার একটি গ্রন্থ বাজেয়াপ্ত করেন। এরপর তিনি একেরপর এক ইতিহাসের বই প্রকাশ করতে থাকেন, যার সিংহভাগ বই সাম্প্রদায়িকতার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকার বাতিল করে। গ্রন্থসমূহ : ইতিহাসের ইতিহাস, চেপেরাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, এ এক অন্য ইতিহাস, এ সত্য গোপন কেন?, ধর্মের সহিংস ইতিহাস, ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় ইত্যাদি।