Daniel Defoe was an English writer, trader, journalist, pamphleteer and spy. He is most famous for his novel Robinson Crusoe, published in 1719, which is claimed to be second only to the Bible in its number of translations.
অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। সাধারণত থ্রিলার ও হরর ঘরানার বই বেশি অনুবাদ করেছেন তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশন অনুবাদেও পিছিয়ে নেই তিনি। তার অনুদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। নিজের মূল পেশা হিসেবে লেখালেখিকে বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত রয়েছেন সাংবাদিকতার সাথেও।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ : থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, দ্য স্কাই ইজ ফলিং, সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ, শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ, ইলেভেন মিনিটস, প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি।