কথা ছিলো সুবিনয়
ঘাসের কার্পেটে তোমার ওষ্ঠ মহাভারত হাসে,
কর্পোরেট দুনিয়ায় যদি তুমি নিস্তব্ধতা হও আমি কবিতা হবো পাশে।
ঘুমঘুম চোখে নোটপ্যাডে কলমের স্তব্ধতা—মিলে না ভালোবাসার ইন্টিগ্রেশন,
ভদ্রতার বয়স পঁচিশ বছর, সময়ের মোড়ে পুরনো ইগোর গন্ধ। 
ক্যামেরার লেন্স উপেক্ষা করে প্রেমিকের সত্ত্বা; স্যাডনেসে করে পিএইচডি,
শুনো সুবিনয়—চোখ ভাষার অনুবাদ।
ক্ষুদ্র মস্তিষ্কে তাই আবারও যদি তোমাকে পাই, দরজাতে এগিয়ে দিব কথা দিলাম।
বাঁ পাশের অর্থনীতি মাথার খুলিতে শব্দের চাঁদাবাজি করে, 
উঁচুনিচু সিঁড়ির ঝক্কি-ঝামেলা নিউ মার্কেট থেকে কিনে দু পয়সার ফিলিংস। 
কন্ঠস্বর গেলা জলের বিজ্ঞাপন চোখে সুড়সুড়ি দেয়,
আমার দিব্যি বেদনার ম্যালা ক্যালকুলেশন, কে করবে? তুমি?
ঘাসের কার্পেটে তোমার ওষ্ঠ মহাভারত হাসে, কর্পোরেট দুনিয়ায় যদি তুমি নিস্তব্ধতা হও আমি কবিতা হবো পাশে। ঘুমঘুম চোখে নোটপ্যাডে কলমের স্তব্ধতা—মিলে না ভালোবাসার ইন্টিগ্রেশন, ভদ্রতার বয়স পঁচিশ বছর, সময়ের মোড়ে পুরনো ইগোর গন্ধ। ক্যামেরার লেন্স উপেক্ষা করে প্রেমিকের সত্ত্বা; স্যাডনেসে করে পিএইচডি, শুনো সুবিনয়—চোখ ভাষার অনুবাদ। ক্ষুদ্র মস্তিষ্কে তাই আবারও যদি তোমাকে পাই, দরজাতে এগিয়ে দিব কথা দিলাম। বাঁ পাশের অর্থনীতি মাথার খুলিতে শব্দের চাঁদাবাজি করে, উঁচুনিচু সিঁড়ির ঝক্কি-ঝামেলা নিউ মার্কেট থেকে কিনে দু পয়সার ফিলিংস। কন্ঠস্বর গেলা জলের বিজ্ঞাপন চোখে সুড়সুড়ি দেয়, আমার দিব্যি বেদনার ম্যালা ক্যালকুলেশন, কে করবে? তুমি?
| Writer | |
| Publisher | |
| ISBN | 9789849939504 | 
| Language | Bengali / বাংলা | 
| Country | Bangladesh | 
| Format | Hardcover | 
| Edition | 1st | 
| First Published | 4th February, 2025 | 
| Pages | 80 | 

