দুঃখ বিলাস
"প্রিয়ার কণ্ঠস্বর- এ-, কবি মুগ্ধ
একবার, হৃদয় গুছিয়ে খুলে বলো-, কবিকে, ভালবাসো
অগোছালো-, উপায়ে বলো, আলপথ গলিপথে, দাড়িয়ে
কবিকে ভালবাসো
নীরবে স্বহাস্যে প্রান খুলে- সবুজ পথ পেড়িয়ে বলো
কবিকে- ভালবাসি
নিস্তরঙ্গঁ - অঢেল অনুভূতিতে- তপ্ত ঝলসানো- দৃস্টিতে বলো
কবিকে ভালবাসি
মন ছুঁয়ে- স্নিগ্ধ গড়াঁ, প্রাণের উত্তাপে- জড়িমায় গভীরে রচিত
সোনালী সন্ধ্যায় বলো- কবিকে ভালবাসি,
বিচিত্র মাধূরী প্রনয়ে, মধূর স্বরলিপি দেয়ালিকা, টাঙ্গিঁয়ে
বলো-, কবিকে ভালবাসি
বসন্ত বিলাস বাগানে বিরহ জীর্ণ উদ্যানে-, বরষার নিবেদনে
বলো-, কবিকে ভালবাসি
মনের পরশে স্বপ্ন গাঁথা মায়াবী বুননে- মর্ম মূলে হৃদয় সর্মপনে
বলো-, কবিকে ভালবাসি
অদ্ভুত মায়ার পরন্ত বিকেলে- গোধূলী লগনে, ভালবাসা মুড়ে
রাখা রাতের জোঁছনায় বলো, কবিকে ভালবাসি
একান্ত আপন প্রেমময় উপাখ্যান উপমায় অভিমানী মেঘ
স্মৃতির খেরো খাতায় বলো - কবিকে ভালবাসি
"প্রিয়ার কণ্ঠস্বর- এ-, কবি মুগ্ধ একবার, হৃদয় গুছিয়ে খুলে বলো-, কবিকে, ভালবাসো অগোছালো-, উপায়ে বলো, আলপথ গলিপথে, দাড়িয়ে কবিকে ভালবাসো নীরবে স্বহাস্যে প্রান খুলে- সবুজ পথ পেড়িয়ে বলো কবিকে- ভালবাসি নিস্তরঙ্গঁ - অঢেল অনুভূতিতে- তপ্ত ঝলসানো- দৃস্টিতে বলো কবিকে ভালবাসি মন ছুঁয়ে- স্নিগ্ধ গড়াঁ, প্রাণের উত্তাপে- জড়িমায় গভীরে রচিত সোনালী সন্ধ্যায় বলো- কবিকে ভালবাসি, বিচিত্র মাধূরী প্রনয়ে, মধূর স্বরলিপি দেয়ালিকা, টাঙ্গিঁয়ে বলো-, কবিকে ভালবাসি বসন্ত বিলাস বাগানে বিরহ জীর্ণ উদ্যানে-, বরষার নিবেদনে বলো-, কবিকে ভালবাসি মনের পরশে স্বপ্ন গাঁথা মায়াবী বুননে- মর্ম মূলে হৃদয় সর্মপনে বলো-, কবিকে ভালবাসি অদ্ভুত মায়ার পরন্ত বিকেলে- গোধূলী লগনে, ভালবাসা মুড়ে রাখা রাতের জোঁছনায় বলো, কবিকে ভালবাসি একান্ত আপন প্রেমময় উপাখ্যান উপমায় অভিমানী মেঘ স্মৃতির খেরো খাতায় বলো - কবিকে ভালবাসি
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849923749 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
3rd February, 2025 |
Pages |
64 |