জন্ম ঢাকায়। পড়াশোনা গভর্নমেন্ট ল্যাপরেটরি হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববদ্যলয়ের অর্থনীতি বিভাগে। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএলএফের সদস্য হিসেবে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন।
সাংবাদিকতা করেছেন কিছুদিন। একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে পৃথিবীর নানা প্রান্তে গেছেন। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডিজ’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে তাঁর কয়েকটি বই পাঠকপ্রিয় হয়েছে। বাতিঘর প্রকাশিত তাঁর অন্যান্য বই : ইতিহাসের যাত্রী, রাজনীতির অমীমাংসিত গদ্য, বোমা বন্ধুকের চোরাবাজার, Dream Merchant : Story of Brac, ৩২ নম্বর পাশের বাড়ি।