নিরপরাধ ঘুম
অবধারিত এবং গূঢ় সব নৈরাশ্যের অতল থেকে উঠে এসেছে এসব গল্প, অভিযোগহীন, একেক টুকরো শান্ত আনন্দ নিয়ে। আসবার পথে পথে ভীষণ প্ররোচনা ছিল—তথ্যের তত্ত্বের সত্যের রুচির মতাদর্শের এমনকি সাহিত্যিক সামাজিকতারও। সুমন রহমান সেসবের খপ্পরে পড়ে নৈতিক গোয়েন্দা হয়ে ওঠেননি, আবার নেহাত বোবা কাহিনিকার হওয়ার সাধনাও তাঁর নয়। জীবনের চরম ও পরম বিপন্নতাগুলোকে ধরবার চেষ্টা আছে এই আখ্যানগুলোতে, অত্যন্ত সমসাময়িক সব ঘটনা ও অঘটনের বয়ানের মারফতে। নিরপরাধ ঘুম কোনো অমর্ত্যলোকের অচেনা মানুষের গল্প বলে না, চেনা-জানা মানুষেরই উন্মোচন ঘটে এই বইতে। পরিণামে তারা অচেনা আর আশ্চর্যমণ্ডিত হয়ে ওঠে।
অবধারিত এবং গূঢ় সব নৈরাশ্যের অতল থেকে উঠে এসেছে এসব গল্প, অভিযোগহীন, একেক টুকরো শান্ত আনন্দ নিয়ে। আসবার পথে পথে ভীষণ প্ররোচনা ছিল—তথ্যের তত্ত্বের সত্যের রুচির মতাদর্শের এমনকি সাহিত্যিক সামাজিকতারও। সুমন রহমান সেসবের খপ্পরে পড়ে নৈতিক গোয়েন্দা হয়ে ওঠেননি, আবার নেহাত বোবা কাহিনিকার হওয়ার সাধনাও তাঁর নয়। জীবনের চরম ও পরম বিপন্নতাগুলোকে ধরবার চেষ্টা আছে এই আখ্যানগুলোতে, অত্যন্ত সমসাময়িক সব ঘটনা ও অঘটনের বয়ানের মারফতে। নিরপরাধ ঘুম কোনো অমর্ত্যলোকের অচেনা মানুষের গল্প বলে না, চেনা-জানা মানুষেরই উন্মোচন ঘটে এই বইতে। পরিণামে তারা অচেনা আর আশ্চর্যমণ্ডিত হয়ে ওঠে।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849758174 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
February 2018 |
Pages |
64 |