পেনাল্টি
জুম্মার নামাজে দোয়ার সময়, তিনি মহান সৃষ্টিকর্তার সাথে কথোপকথন করেন। যেমন,
-প্রিয় বিধাতা তুমি কেমন আছো? তোমাকে ‘তুমি’ ডাকি বলে মনে কষ্ট পেয়ো না। জীবন থেকে, ‘তুমি’ বলা যায় এমন মানুষের সংখ্যা কমে গেছে, 'আপনি' ঢুকে গেছে প্রচুর। তুমি নাকি আপন, তাই তোমাকে ‘তুমি’।
-কষ্ট পাইনি।
-কষ্ট পেলে পেনাল্টি হিসেবে ভয়াবহ বিপদে ঠেলে না দিয়ে আমাকে বলবে, আমি শুধরে নেবো।
-আচ্ছা বলবো।
-আমারও মাঝেমধ্যে মনুষ্যজাতিকে পেনাল্টি দিতে ইচ্ছে করে। তবে তোমার পেনাল্টি কঠিন আমার পেলান্টি সহজ। তুমি জীবিত রেখে নানা রকম ঝামেলায় ফেলো, এটা কঠিন পেনাল্টি, ধুকেধুকে না মেরে এক ধাক্কায় ছাদ থেকে ফেলে হালুয়া করে দেওয়া, এটা সহজ পেনাল্টি।
-সর্বনাশ, এরকম পেনাল্টি দিলে তো নিজেরই বিপদ হবে।
-এজন্যই তো দিতে পারি না!
-আমি যা করি আমার সৃষ্টির ভালোর জন্য করি।
-এই ডায়লগ আর কত দিবা বিধাতা! এই ডায়লগে আর মানুষ পটবে না। থাকো তুমি মসজিদে, আমি আজ চললাম। কথা হবে ৭ দিন পর আবার।
জুম্মার নামাজে দোয়ার সময়, তিনি মহান সৃষ্টিকর্তার সাথে কথোপকথন করেন। যেমন, -প্রিয় বিধাতা তুমি কেমন আছো? তোমাকে ‘তুমি’ ডাকি বলে মনে কষ্ট পেয়ো না। জীবন থেকে, ‘তুমি’ বলা যায় এমন মানুষের সংখ্যা কমে গেছে, 'আপনি' ঢুকে গেছে প্রচুর। তুমি নাকি আপন, তাই তোমাকে ‘তুমি’। -কষ্ট পাইনি। -কষ্ট পেলে পেনাল্টি হিসেবে ভয়াবহ বিপদে ঠেলে না দিয়ে আমাকে বলবে, আমি শুধরে নেবো। -আচ্ছা বলবো। -আমারও মাঝেমধ্যে মনুষ্যজাতিকে পেনাল্টি দিতে ইচ্ছে করে। তবে তোমার পেনাল্টি কঠিন আমার পেলান্টি সহজ। তুমি জীবিত রেখে নানা রকম ঝামেলায় ফেলো, এটা কঠিন পেনাল্টি, ধুকেধুকে না মেরে এক ধাক্কায় ছাদ থেকে ফেলে হালুয়া করে দেওয়া, এটা সহজ পেনাল্টি। -সর্বনাশ, এরকম পেনাল্টি দিলে তো নিজেরই বিপদ হবে। -এজন্যই তো দিতে পারি না! -আমি যা করি আমার সৃষ্টির ভালোর জন্য করি। -এই ডায়লগ আর কত দিবা বিধাতা! এই ডায়লগে আর মানুষ পটবে না। থাকো তুমি মসজিদে, আমি আজ চললাম। কথা হবে ৭ দিন পর আবার।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849599210 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
95 |