নির্বাচিত ভাষণমালা
শঙ্খ ঘােষ কবি, একজন অগ্রণী চিন্তকও তিনি; তাঁর গদ্যরচনায় আছে এক স্নিগ্ধ দীপ্তি। সে গদ্যের ব্যাপ্তিও অনেক, শিল্পসাহিত্যের নানা স্তরকে তা যেমন ছোঁয় গাঢ় অনুভবে, তেমনই টীকাকণ্টকিত না হয়েও তা গভীর বিশ্লেষণে চিনিয়ে দেয় এক-একটা দরজা খােলার চাবি, পৌঁছে দেয় শিল্পের অন্দরমহলে। পাশাপাশি নানা স্মৃতিবিজড়িত লেখায় ধরা পড়ে এক হারিয়ে-যাওয়া সময়। লেখায় যিনি ক্লান্তিহীন, সভাসমিতির ব্যাপারে তিনি পরাঙ্মুখ, যদি বা কোনাে সভায় তাঁকে দেখা যায়, এমনকি মঞ্চাসীন হলেও কিছু বলতে তাঁর সতত অনিচ্ছা। তবু বেশ কিছু সময় তাকে অনুরােধে বা দু-একবার স্বেচ্ছায় কিছু বলতেই হয়েছে, সেই সব ভাষণেরই এক নির্বাচিত সংকলন এই বই। প্রায় সবকটি লেখাই অন্য বইয়ে আগেই সংকলিত হলেও এখানে তাদের একসঙ্গে পাওয়া পাঠকের পক্ষে এক বিরাট প্রাপ্তি। এই লেখাগুলি থেকে পাঠক অনুভব করবেন ভাষণেও তাঁর বলার কথা কত গভীর, এখানেও তা কত উজ্জ্বল হয়ে ওঠে অন্তর্লীন দীপ্তিতে। – সব্যসাচী দেব
শঙ্খ ঘােষ কবি, একজন অগ্রণী চিন্তকও তিনি; তাঁর গদ্যরচনায় আছে এক স্নিগ্ধ দীপ্তি। সে গদ্যের ব্যাপ্তিও অনেক, শিল্পসাহিত্যের নানা স্তরকে তা যেমন ছোঁয় গাঢ় অনুভবে, তেমনই টীকাকণ্টকিত না হয়েও তা গভীর বিশ্লেষণে চিনিয়ে দেয় এক-একটা দরজা খােলার চাবি, পৌঁছে দেয় শিল্পের অন্দরমহলে। পাশাপাশি নানা স্মৃতিবিজড়িত লেখায় ধরা পড়ে এক হারিয়ে-যাওয়া সময়। লেখায় যিনি ক্লান্তিহীন, সভাসমিতির ব্যাপারে তিনি পরাঙ্মুখ, যদি বা কোনাে সভায় তাঁকে দেখা যায়, এমনকি মঞ্চাসীন হলেও কিছু বলতে তাঁর সতত অনিচ্ছা। তবু বেশ কিছু সময় তাকে অনুরােধে বা দু-একবার স্বেচ্ছায় কিছু বলতেই হয়েছে, সেই সব ভাষণেরই এক নির্বাচিত সংকলন এই বই। প্রায় সবকটি লেখাই অন্য বইয়ে আগেই সংকলিত হলেও এখানে তাদের একসঙ্গে পাওয়া পাঠকের পক্ষে এক বিরাট প্রাপ্তি। এই লেখাগুলি থেকে পাঠক অনুভব করবেন ভাষণেও তাঁর বলার কথা কত গভীর, এখানেও তা কত উজ্জ্বল হয়ে ওঠে অন্তর্লীন দীপ্তিতে। – সব্যসাচী দেব