মন খোরাকের মেয়ে
আসলে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অনুভূতি প্রকাশ হলো প্রকৃত বন্ধুত্ব। সত্যি টু কে যুগের মানুষের ভালোবাসা থেকে অ্যাট্রাকশন কাজ বেশি করে। ফেসবুকের কল্যাণে, মুঠোফোনের কল্যাণে সামান্য ভালো লাগাটা একদিনের প্রেমরূপ দিতে ব্যাকুল সবাই। টাইমপাস, ডেটিং, বেস্টফ্রেন্ড, অ্যাট্রাকশন এ সবের ভিড়ে হারিয়ে গেছে বিশুদ্ধ ভালোবাসা। সবাই এখন ক্ষণিকের ভালোবাসার এনজয়ে ডুবে থাকতে চায়। কেউ আর ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় না। কারো কাছে ভালোবাসা শুধুই উপভোগের। আবার কেউ কেউ ভালোবাসা এতটা রেসপেক্ট করেন প্রেম বা কাউকে প্রমিজ করে রিলেশনে জড়াতে চান না। তার থেকে এনজয় মোমেন্ট ক্রিয়েট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। “আসলে এ যুগের প্রেমিক আর তরুণদের জন্য কোন রসের হাসি রসবোধ হবে, তা বাছাই করা বড় কঠিন।”
এ কঠিন বয়সে কঠিন যুগে সাধারণের মত উচ্চ শিক্ষা স্বপ্ন নিয়ে ঢাকাতে পাড়ি জমালো আলো। থাকা সংকির্ণতা নতুন নতুন মুখ চেনা-জানার পর্বের সাথে যুক্ত হয়েছে নতুন অভিজ্ঞতা। মেস-হোস্টেল-জীবন, ধনী গরীবের অসমতা প্রতিভার কদর, অর্থের টানাপুরণের, ভালোবাসার শ্রেণি বিভাগ আর প্রেমিক নামক পুরুষের বিশ্বাসের বাঁধ ভেঙে, “মন খোরাকের মেয়ে"।
আসলে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অনুভূতি প্রকাশ হলো প্রকৃত বন্ধুত্ব। সত্যি টু কে যুগের মানুষের ভালোবাসা থেকে অ্যাট্রাকশন কাজ বেশি করে। ফেসবুকের কল্যাণে, মুঠোফোনের কল্যাণে সামান্য ভালো লাগাটা একদিনের প্রেমরূপ দিতে ব্যাকুল সবাই। টাইমপাস, ডেটিং, বেস্টফ্রেন্ড, অ্যাট্রাকশন এ সবের ভিড়ে হারিয়ে গেছে বিশুদ্ধ ভালোবাসা। সবাই এখন ক্ষণিকের ভালোবাসার এনজয়ে ডুবে থাকতে চায়। কেউ আর ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় না। কারো কাছে ভালোবাসা শুধুই উপভোগের। আবার কেউ কেউ ভালোবাসা এতটা রেসপেক্ট করেন প্রেম বা কাউকে প্রমিজ করে রিলেশনে জড়াতে চান না। তার থেকে এনজয় মোমেন্ট ক্রিয়েট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। “আসলে এ যুগের প্রেমিক আর তরুণদের জন্য কোন রসের হাসি রসবোধ হবে, তা বাছাই করা বড় কঠিন।” এ কঠিন বয়সে কঠিন যুগে সাধারণের মত উচ্চ শিক্ষা স্বপ্ন নিয়ে ঢাকাতে পাড়ি জমালো আলো। থাকা সংকির্ণতা নতুন নতুন মুখ চেনা-জানার পর্বের সাথে যুক্ত হয়েছে নতুন অভিজ্ঞতা। মেস-হোস্টেল-জীবন, ধনী গরীবের অসমতা প্রতিভার কদর, অর্থের টানাপুরণের, ভালোবাসার শ্রেণি বিভাগ আর প্রেমিক নামক পুরুষের বিশ্বাসের বাঁধ ভেঙে, “মন খোরাকের মেয়ে"।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849307334 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
2021 |
Pages |
103 |