বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন
মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত কাব্যগ্রন্থের নাম 'শ্রীকৃষ্ণকীর্তন'। এর আগে 'চর্যাপদ' ছাড়া বাংলা সাহিত্যে এরকম আর কোনো গ্রন্থ খুঁজে পাওয়া যায়নি । কিন্তু 'চর্যাপদ' একক কাবগ্রস্থ নয়। চর্যাপদের পর মধ্যযুগের কবি বড় চণ্ডীদাসই তাঁর একক কাব্যগ্রন্থ ‘শ্রীকৃষ্ণকীর্তন'-এর মধ্য দিয়ে বাংলা ভাষাকে মর্যাদার আসনে উন্নীত ও কবিতাকে শৈল্পিক তাৎপর্যে মণ্ডিত করতে সমর্থ হয়েছেন ।
বড়ু চণ্ডীদাসের জন্মসাল নিয়ে মতভেদ অনেক বেশি। বিভিন্ন মতামত অনুযায়ী ১৩৮৬, ১৪০০, ১৪০৩ এবং ১৪১৭ সালের মধ্যে যে কোনো একটি তাঁর জন্মসাল । বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ এই সালগুলোকে চিহ্নিত করেও নিশ্চিতভাবে বলতে পারেননি, বড় চণ্ডীদাসের প্রকৃত জন্মসাল কোনটি । আবার ঐ অঞ্চলের লোকমুখে প্রচলিত তথ্যমতে, তাঁর জন্ম ১৩২৫ থেকে ১৪১৭ সালের মধ্যে। তবে সময়, তারিখ বা সাল নির্ণয়ের চেয়েও বড়ো কথা 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর কাব্যগুণ।
‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মোট তেরো খণ্ডে বিভক্ত। সেগুলো হলো: জন্মখণ্ড, তাম্বুলখও, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও বিরহখণ্ড। এ ছাড়াও আছে 'পরিশিষ্ট অংশের পদসমূহ। বিভিন্ন খণ্ডের নাম থেকেই বোঝা যায়, রাধাকৃষ্ণকেন্দ্রিক এক একটি অবস্থাকে তুলে ধরার জন্যেই এই বিভাজন। এর প্রত্যেকটি খণ্ডই চিত্তাকর্ষক, প্রেমের আকুলতায় তীব্র এবং কাম ও গভীর অনুভূতির সারাৎসারে ব্যঞ্জনাময়।
মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত কাব্যগ্রন্থের নাম 'শ্রীকৃষ্ণকীর্তন'। এর আগে 'চর্যাপদ' ছাড়া বাংলা সাহিত্যে এরকম আর কোনো গ্রন্থ খুঁজে পাওয়া যায়নি । কিন্তু 'চর্যাপদ' একক কাবগ্রস্থ নয়। চর্যাপদের পর মধ্যযুগের কবি বড় চণ্ডীদাসই তাঁর একক কাব্যগ্রন্থ ‘শ্রীকৃষ্ণকীর্তন'-এর মধ্য দিয়ে বাংলা ভাষাকে মর্যাদার আসনে উন্নীত ও কবিতাকে শৈল্পিক তাৎপর্যে মণ্ডিত করতে সমর্থ হয়েছেন । বড়ু চণ্ডীদাসের জন্মসাল নিয়ে মতভেদ অনেক বেশি। বিভিন্ন মতামত অনুযায়ী ১৩৮৬, ১৪০০, ১৪০৩ এবং ১৪১৭ সালের মধ্যে যে কোনো একটি তাঁর জন্মসাল । বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ এই সালগুলোকে চিহ্নিত করেও নিশ্চিতভাবে বলতে পারেননি, বড় চণ্ডীদাসের প্রকৃত জন্মসাল কোনটি । আবার ঐ অঞ্চলের লোকমুখে প্রচলিত তথ্যমতে, তাঁর জন্ম ১৩২৫ থেকে ১৪১৭ সালের মধ্যে। তবে সময়, তারিখ বা সাল নির্ণয়ের চেয়েও বড়ো কথা 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর কাব্যগুণ। ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মোট তেরো খণ্ডে বিভক্ত। সেগুলো হলো: জন্মখণ্ড, তাম্বুলখও, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও বিরহখণ্ড। এ ছাড়াও আছে 'পরিশিষ্ট অংশের পদসমূহ। বিভিন্ন খণ্ডের নাম থেকেই বোঝা যায়, রাধাকৃষ্ণকেন্দ্রিক এক একটি অবস্থাকে তুলে ধরার জন্যেই এই বিভাজন। এর প্রত্যেকটি খণ্ডই চিত্তাকর্ষক, প্রেমের আকুলতায় তীব্র এবং কাম ও গভীর অনুভূতির সারাৎসারে ব্যঞ্জনাময়।
| 
                                                     Writer  | 
                                                |
| 
                                                     Publisher  | 
                                                |
| 
                                                 ISBN  | 
                                            
                                                 9789849291732  | 
                                        
| 
                                                 Language  | 
                                            
                                                 Bengali / বাংলা  | 
                                        
| 
                                                 Country  | 
                                            
                                                 Bangladesh  | 
                                        
| 
                                                 Format  | 
                                            
                                                 Hardcover  | 
                                        
| 
                                                 Pages  | 
                                            
                                                 551  | 
                                        
