বাংলার ইতিহাসের দুশো বছর স্বাধীন সুলতানদের আমল (১৩৩৮-১৫৩৮)
বিশ শতকের ষাটের দশকের সূচনায় অনেকটা ব্রত নিয়েই যেন সুখময় মুখোপাধ্যায় বেরিয়ে এলেন। তিনি সুলতানি পর্বের মুদ্রা, শিলালিপি, আরবি-ফার্সি গ্রন্থ ও সাহিত্য বিশেষণ করে ইতিহাস উম্মোচনের চেষ্টা করলেন। এরই সার্থক ফল বর্তমান গ্রন্থটি। এই গ্রন্থটি লিখতে গিয়ে তিনি ইতিহাস লিখন পদ্ধতিকেই অনেকটা পাল্টে দিলেন। যেহেতু সমকালীন কোনো ইতিহাস গ্রন্থ নেই, তাই সুলতানি পর্বের ইতিহাস লিখনে প্রত্নতাত্ত্বিক সূত্র, সমকালীন সাহিত্য এবং বিদেশি পর্যটকদের ভ্রমণবৃত্তান্তেরওপরই নির্ভর করতে হয়। এ ধরনের সূত্র ব্যবহার ততটা সহজ নয়। ফার্সি ভাষায় রচিত সমকালীন বা প্রায় সমকালীন কয়েকটি গ্রন্থ পাওয়া যায় যার অধিকাংশ দিলির সুলতানদের আমলের দরবারী ইতিহাস। সুখময় মুখোপাধ্যায় রচিত এই গ্রন্থটিতে আলোচ্য দুশো বছর ছিল বাংলার স্বাধীন সুলতানদের শাসনপর্ব। অর্থাৎ দিলির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাঁরা স্বাধীন হয়েছেন। একারণে দিলির সুলতানদের শত্রুপক্ষ ছিল বাংলা। ফলে দিলির দরবারী ইতিহাসে বাংলা প্রসঙ্গ বিস্তারিত আলোচিত হয়নি। সঙ্গত কারণেই বাংলার সুলতানি শাসন প্রসঙ্গ এসমস্ত গ্রন্থে উদারভাবে উপস্থাপিত হতে পারেনি। বাংলার সুলতানগণ একটি কেন্দ্রীয় মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন। বাংলায় কমপক্ষে ষোলটি টাকশাল নগরীর প্রমাণ স্পষ্ট হয়েছে।এসব টাকশাল থেকে জারিকৃত মুদ্রায় উৎকীর্ণ লিপি ছিল আরবি। মসজিদ ও অন্যান্য স্থাপনার গায়ে সাঁঁটা উল্লেখযোগ্য সংখ্যক শিলালিপি পাওয়া গিয়েছে।
বিশ শতকের ষাটের দশকের সূচনায় অনেকটা ব্রত নিয়েই যেন সুখময় মুখোপাধ্যায় বেরিয়ে এলেন। তিনি সুলতানি পর্বের মুদ্রা, শিলালিপি, আরবি-ফার্সি গ্রন্থ ও সাহিত্য বিশেষণ করে ইতিহাস উম্মোচনের চেষ্টা করলেন। এরই সার্থক ফল বর্তমান গ্রন্থটি। এই গ্রন্থটি লিখতে গিয়ে তিনি ইতিহাস লিখন পদ্ধতিকেই অনেকটা পাল্টে দিলেন। যেহেতু সমকালীন কোনো ইতিহাস গ্রন্থ নেই, তাই সুলতানি পর্বের ইতিহাস লিখনে প্রত্নতাত্ত্বিক সূত্র, সমকালীন সাহিত্য এবং বিদেশি পর্যটকদের ভ্রমণবৃত্তান্তেরওপরই নির্ভর করতে হয়। এ ধরনের সূত্র ব্যবহার ততটা সহজ নয়। ফার্সি ভাষায় রচিত সমকালীন বা প্রায় সমকালীন কয়েকটি গ্রন্থ পাওয়া যায় যার অধিকাংশ দিলির সুলতানদের আমলের দরবারী ইতিহাস। সুখময় মুখোপাধ্যায় রচিত এই গ্রন্থটিতে আলোচ্য দুশো বছর ছিল বাংলার স্বাধীন সুলতানদের শাসনপর্ব। অর্থাৎ দিলির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাঁরা স্বাধীন হয়েছেন। একারণে দিলির সুলতানদের শত্রুপক্ষ ছিল বাংলা। ফলে দিলির দরবারী ইতিহাসে বাংলা প্রসঙ্গ বিস্তারিত আলোচিত হয়নি। সঙ্গত কারণেই বাংলার সুলতানি শাসন প্রসঙ্গ এসমস্ত গ্রন্থে উদারভাবে উপস্থাপিত হতে পারেনি। বাংলার সুলতানগণ একটি কেন্দ্রীয় মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন। বাংলায় কমপক্ষে ষোলটি টাকশাল নগরীর প্রমাণ স্পষ্ট হয়েছে।এসব টাকশাল থেকে জারিকৃত মুদ্রায় উৎকীর্ণ লিপি ছিল আরবি। মসজিদ ও অন্যান্য স্থাপনার গায়ে সাঁঁটা উল্লেখযোগ্য সংখ্যক শিলালিপি পাওয়া গিয়েছে।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849231901 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
503 |