ঈশানে নিশান
এ উপাখ্যান মুক্তিযুদ্ধের। বাংলাদেশের ঈশান কোনের এক জনপদ অথবা সমগ্র মানচিত্রেরই। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকবোধ থেকে মানুষের আত্মপরিচয়ের জাগরণ। সেই পরিচয় মুছে ফেলার জন্য পাকিস্তানী শাসকগোষ্ঠি আর দেশীয় সহযোগীদের পরিচালিত এক পূর্ণাঙ্গ জেনোসাইড। নির্বিচার গণহত্যা, অজস্র যৌন সহিংসতা, অগনিত শরণার্থী জীবন। বিপরীতে প্রতিরোধ যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম, প্রবাদপ্রতীম বীরত্ব আর আত্মত্যাগ। এইসব গৌরবময় স্মৃতি যেমন সত্য, তেমনি সত্য স্মৃতি মুছে ফেলার রাজনীতি।
‘নিও পলিটিক্যাল ইকোসিস্টেম'-এ ঘাতকদের ফিরে আসা ক্ষমতাবৃত্তের কেন্দ্রে। বিচারহীনতার নৃশংসতা আর সহাবস্থানের আবরণে জেনোসাইডের ভয়াবহতা আড়াল করা। একটি জনপদ চষে বেড়িয়ে পঞ্চাশ বছর পর তুলে আনা রাজনীতি, সমাজ ও ব্যক্তিমানুষের অব্যক্ত কথা। আর এসব নিয়েই মুক্তিযুদ্ধের মৌলিক উপাখ্যান—ঈশানে নিশান।
এ উপাখ্যান মুক্তিযুদ্ধের। বাংলাদেশের ঈশান কোনের এক জনপদ অথবা সমগ্র মানচিত্রেরই। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকবোধ থেকে মানুষের আত্মপরিচয়ের জাগরণ। সেই পরিচয় মুছে ফেলার জন্য পাকিস্তানী শাসকগোষ্ঠি আর দেশীয় সহযোগীদের পরিচালিত এক পূর্ণাঙ্গ জেনোসাইড। নির্বিচার গণহত্যা, অজস্র যৌন সহিংসতা, অগনিত শরণার্থী জীবন। বিপরীতে প্রতিরোধ যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম, প্রবাদপ্রতীম বীরত্ব আর আত্মত্যাগ। এইসব গৌরবময় স্মৃতি যেমন সত্য, তেমনি সত্য স্মৃতি মুছে ফেলার রাজনীতি। ‘নিও পলিটিক্যাল ইকোসিস্টেম'-এ ঘাতকদের ফিরে আসা ক্ষমতাবৃত্তের কেন্দ্রে। বিচারহীনতার নৃশংসতা আর সহাবস্থানের আবরণে জেনোসাইডের ভয়াবহতা আড়াল করা। একটি জনপদ চষে বেড়িয়ে পঞ্চাশ বছর পর তুলে আনা রাজনীতি, সমাজ ও ব্যক্তিমানুষের অব্যক্ত কথা। আর এসব নিয়েই মুক্তিযুদ্ধের মৌলিক উপাখ্যান—ঈশানে নিশান।
Writer |
|
Publisher |
|
ISBN |
978984776125 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
2023 |
Pages |
110 |