মোস্তফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা এসবে তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখেন।, দ্বিতীয় সাফ গেমস এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তার অবদান অসামান্য। তাকে বাংলাদেশের পাপেট শোর অন্যতম কারিগর বলা যায়।মোস্তফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক পদে। এরপর একে একে কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন, এবং এফডিসিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ১৯৭২ সালে বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় 'নতুন কুঁড়ির' রূপকার তিনি। ১৯৭৩ সালে মুস্তাফা মনোয়ার 'রক্তকরবী' নাটক তৈরি করেছিলেন।
কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী মোস্তফা মনোয়ার। এরমধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত "সুলতান স্বর্ণ পদক-২০১৮” । এছাড়াও তিনি আরও অনেক পুরষ্কার পেয়েছেন ৷