সুগন্ধি সমুদ্র পার হয়ে
বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী হাসান আজিজুল হকের একটি ব্যতিক্রমী বই সুগন্ধি সমুদ্র পার হয়ে। এই বইয়ে সংকলিত হয়েছে তাঁর নিজের লেখা কবিতাগুচ্ছ, কয়েকটি বিদেশি কবিতার অনুবাদ আর প্রিয় ও পরিচিত কয়েক বাঙালি কবির মূল্যায়ন ও স্মৃতি। কথাসাহিত্যিক গদ্যের মতো কবিতা ও কবিতা বিষয়ক গদ্যভাষাতে যেমন তিনি বিশিষ্ট, তেমনি ভাবনাতেও রয়েছে স্বাতন্ত্র্য। কবিতা তাঁর কাছে প্রসাধন নয়, কবিতা তাঁর আত্মার অনন্য আশ্রয়। তিনি মানুষের মুখ দেখেন কবিতার আয়নায়, প্রকৃতির রূপ-রস-গন্ধের অনুপম আস্বাদ নেন কবিতার কল্পনালতায় আর মহাবিশ্বের বিন্দুবিভা লাভ করেন কবিতার শিকড়-ডানা ও দিগন্তে।
কবিতার নিবিড় পাঠক হাসান আজিজুল হক। এসেছেন কয়েকজন বরেণ্য বাঙালি কবির ঘনিষ্ঠ সংসর্গে। ব্যক্তি-কবি ছাপিয়ে তাঁদের কবিতাবিশ্বের নৈর্ব্যক্তিক অবলোকন ও বিশ্লেষণে ব্রতী হয়েছেন, দেখেছেন- সপ্তসিন্ধু-দশদিগন্তের বসতি সেখানে; তারপর গদ্যের লেখায়-রেখায়, অক্ষরের সীমানায় গড়েছেন তাঁর কবিতাভাবনার কাঠামো।
আমরা পাঠকেরা দেখি, কবিতার সূত্রে কত মণি-মায়া ছড়িয়ে-ছিটিয়ে আছে হাসান আজিজুল হকের এই বইয়ে, সুগন্ধি সমুদ্র পার হয়ে।
বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী হাসান আজিজুল হকের একটি ব্যতিক্রমী বই সুগন্ধি সমুদ্র পার হয়ে। এই বইয়ে সংকলিত হয়েছে তাঁর নিজের লেখা কবিতাগুচ্ছ, কয়েকটি বিদেশি কবিতার অনুবাদ আর প্রিয় ও পরিচিত কয়েক বাঙালি কবির মূল্যায়ন ও স্মৃতি। কথাসাহিত্যিক গদ্যের মতো কবিতা ও কবিতা বিষয়ক গদ্যভাষাতে যেমন তিনি বিশিষ্ট, তেমনি ভাবনাতেও রয়েছে স্বাতন্ত্র্য। কবিতা তাঁর কাছে প্রসাধন নয়, কবিতা তাঁর আত্মার অনন্য আশ্রয়। তিনি মানুষের মুখ দেখেন কবিতার আয়নায়, প্রকৃতির রূপ-রস-গন্ধের অনুপম আস্বাদ নেন কবিতার কল্পনালতায় আর মহাবিশ্বের বিন্দুবিভা লাভ করেন কবিতার শিকড়-ডানা ও দিগন্তে। কবিতার নিবিড় পাঠক হাসান আজিজুল হক। এসেছেন কয়েকজন বরেণ্য বাঙালি কবির ঘনিষ্ঠ সংসর্গে। ব্যক্তি-কবি ছাপিয়ে তাঁদের কবিতাবিশ্বের নৈর্ব্যক্তিক অবলোকন ও বিশ্লেষণে ব্রতী হয়েছেন, দেখেছেন- সপ্তসিন্ধু-দশদিগন্তের বসতি সেখানে; তারপর গদ্যের লেখায়-রেখায়, অক্ষরের সীমানায় গড়েছেন তাঁর কবিতাভাবনার কাঠামো। আমরা পাঠকেরা দেখি, কবিতার সূত্রে কত মণি-মায়া ছড়িয়ে-ছিটিয়ে আছে হাসান আজিজুল হকের এই বইয়ে, সুগন্ধি সমুদ্র পার হয়ে।
Writer |
|
Publisher |
|
ISBN |
978984510154 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
80 |