বারোভূঁইয়া শব্দটি বারোজনকে চিহ্নিত করে না। বোঝায় না বহুসংখ্যক! তা হলে? মাত্র তিনজন ভূঁইয়া মোগল সম্রাটকে রুখে দিতে হাতে তরবারি ধরেছেন। বললেন, বাংলা শাসন করবে বাংলার মানুষ। পরিণাম যুদ্ধ। প্রাণ যায় দুজনের। টগবগে সময়ের ইতিহাস।
No Specifications