ডাঃ মাহাথির মোহাম্মদ (জন্ম জুলাই ১০, ১৯২৫) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পরদিন ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
লালন রবীন্দ্র স্মৃতি বিজড়িত বহমান গড়াই নদীর তীরে কুষ্টিয়া শহরের কোটপাড়াস্থ মাতুলালয়ে ৪ নভেম্বর ১৯৪৭ সালে মনোজিৎকুমার দাসের জন্ম । পৈত্রিক নিবাস মাগুরা জেলার শ্ৰীপুর উপজেলার হানু নদী পাড়স্থ মাশালিয়া গ্রামে। ১৯৬৭ সালে তিনি মাইকেল মধুসূদন কলেজ থেকে স্নাতক ও ১৯৭০ সালে রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে বি.এড. ডিগ্রি লাভ করেন। পিতা-মোহিতকুমার দাস, মাতা-দুর্গা রাণী দাস। লেখক মনোজিৎকুমার দাস পেশায় শিক্ষক। দি ডেইলি স্টার ও দৈনিক লালসবুজ-এ সাংবাদিকতা পরবর্তীকালে কবি কায়সুল হক ও দাউদ আল হাফিজের অনুপ্রেরণায় সাহিত্যজগতে প্ৰবেশ। তার প্রথম প্রকাশিত প্ৰবন্ধ লোকায়াত কবিতাগুচ্ছ : প্রাচীন গাঁথা সপ্তশতী প্রকাশিত হয় শৈলীতে। বিজ্ঞান কল্পকাহিনী মাসিক সাঁকোয়, অনূদিত গল্প কোথায় আমার ঠিকানাঃ শৈলীতে এবং শিশুতোষ গল্প দৈনিক বাংলাবাজার পত্রিকার হইচই বিভাগে প্রকাশিত হয়। এছাড়াও ইংরেজি ভাষায় লেখা প্ৰবন্ধ, কবিতা প্রথম আত্মপ্রকাশ করে Observer Magazine, Weekend Independent 3 Link Bangla Magazine-এ। বর্তমানে তিনি দেশে খ্যাতনামা বাংলা, ইংরেজি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও লিটল ম্যাগে গল্প, প্রবন্ধ, কবিতা, অনুদিত গল্প উপন্যাসসহ শিশুতোষ লেখা নিয়মিত লিখে আসছেন। অতীন্দ্রিলা জেগে নেই তাঁর প্রথম প্রকাশিত কবিতা সংকলন। শিশুতোষ গল্প সংকলন ভূতের রাজ্যে সন্তুমামা তাঁর দ্বিতীয় গ্রন্থ।
প্রমিত হােসেন (জন্ম ১৬ এপ্রিল ১৯৬১ / ঝিনাইদহ) Vulgar Reality ধারার গল্প ও উপন্যাস লেখক। বিশ্ব সাহিত্য ও শিল্পকলা বিশ্লেষক। চীন, জাপান, রাশিয়া ও লাতিন আমেরিকান গল্পের অনুবাদক । রুশ সাহিত্যে বিশেষজ্ঞ। কবিতার সাথেও সম্পর্কিত এবং প্রাবন্ধিক। বাবা, ইর্তেজাদ হােসেন (১৯২৭১৯৮০), ছিলেন পুলিশ কর্মকর্তা। সেই সূত্রে জন্ম থেকেই ঘুরেছেন দেশের বিভিন্ন অঞ্চল। সাহিত্য বিষয়ে উৎসাহ পেয়েছেন মা সাহেরা বেগম (১৯৩৭)-এর কাছ থেকে। ইতোমধ্যে প্রকাশিত দ্য গড অব স্মল থিংস, এ্যাণ্ড মর্টনের মনিকা’স ক্টোরি, গুন্টার গ্রাসের দ্য টিন ড্রাম, সালমান রুশদির মিডনাইট'স চিলড্রেন, গাও বিংজিয়ান-এর সোল মাউন্টেন, শোভা দের স্টারি নাইটস এবং ইয়াসুনারি কাওয়াবা তার স্নো কান্ট্রি। এছাড়াও প্রকাশিত হচ্ছে গুন্টার গ্রাসের ক্যাট এ্যান্ড মাউস এবং মার্গারেট অ্যাটউড-এর দ্য রাইন্ড অ্যােসাসিন। আগামী বই মেলায় প্রকাশিত হবে তার শয়তান এবং মিশ্ৰীমাধ্যমের কাজ । প্রমিত হােসেন পেশায় সাংবাদিক।