আভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা (এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পড়াশোনা করেন। চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। তিনি ১৯৮১ সালে পদ্মভূষণ, ১৯৯০ সালে পদ্মবিভূষণ, ১৯৯৭ সালে ভারতরত্ন পদক লাভ করেন। ২০১৫ সালের ২৭ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গ্রন্থসমূহ : Wings Of Fire, My Life, Family and the Nation, উইংস অফ ফায়ার, টার্নিং পয়েন্টস, মাই জার্নি ইত্যাদি।
লালন রবীন্দ্র স্মৃতি বিজড়িত বহমান গড়াই নদীর তীরে কুষ্টিয়া শহরের কোটপাড়াস্থ মাতুলালয়ে ৪ নভেম্বর ১৯৪৭ সালে মনোজিৎকুমার দাসের জন্ম । পৈত্রিক নিবাস মাগুরা জেলার শ্ৰীপুর উপজেলার হানু নদী পাড়স্থ মাশালিয়া গ্রামে। ১৯৬৭ সালে তিনি মাইকেল মধুসূদন কলেজ থেকে স্নাতক ও ১৯৭০ সালে রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে বি.এড. ডিগ্রি লাভ করেন। পিতা-মোহিতকুমার দাস, মাতা-দুর্গা রাণী দাস। লেখক মনোজিৎকুমার দাস পেশায় শিক্ষক। দি ডেইলি স্টার ও দৈনিক লালসবুজ-এ সাংবাদিকতা পরবর্তীকালে কবি কায়সুল হক ও দাউদ আল হাফিজের অনুপ্রেরণায় সাহিত্যজগতে প্ৰবেশ। তার প্রথম প্রকাশিত প্ৰবন্ধ লোকায়াত কবিতাগুচ্ছ : প্রাচীন গাঁথা সপ্তশতী প্রকাশিত হয় শৈলীতে। বিজ্ঞান কল্পকাহিনী মাসিক সাঁকোয়, অনূদিত গল্প কোথায় আমার ঠিকানাঃ শৈলীতে এবং শিশুতোষ গল্প দৈনিক বাংলাবাজার পত্রিকার হইচই বিভাগে প্রকাশিত হয়। এছাড়াও ইংরেজি ভাষায় লেখা প্ৰবন্ধ, কবিতা প্রথম আত্মপ্রকাশ করে Observer Magazine, Weekend Independent 3 Link Bangla Magazine-এ। বর্তমানে তিনি দেশে খ্যাতনামা বাংলা, ইংরেজি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও লিটল ম্যাগে গল্প, প্রবন্ধ, কবিতা, অনুদিত গল্প উপন্যাসসহ শিশুতোষ লেখা নিয়মিত লিখে আসছেন। অতীন্দ্রিলা জেগে নেই তাঁর প্রথম প্রকাশিত কবিতা সংকলন। শিশুতোষ গল্প সংকলন ভূতের রাজ্যে সন্তুমামা তাঁর দ্বিতীয় গ্রন্থ।