আমার যুদ্ধ আমার ফিলিস্তিন
১৯৪৮ সালের ৪ এপ্রিল ইহুদি মিলিশিয়াদের বন্দুকের মুখে বাবা-মার হাত ধরে একবস্ত্রে হাইফার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন লায়লা খালেদ। তখন তার বয়স মাত্র চার বছর। সেই অপমানের আগুন আর প্রতিশোধের তাড়না নিয়ে বড় হতে থাকেন তিনি। আঠারো বছর বয়সে যোগ দেন সশস্ত্র গেরিলা দলে। গোপন আস্তানায় পুরুষ যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর প্রশিক্ষণ নেন।
ইংরেজি স্কুলে শেখা বিদ্যাবুদ্ধি বিসর্জন দিয়ে দেন মস্তিষ্ক থেকে। তাত্তি¡ক অনুশীলনে দুই-আড়াই হাজার বছরের আরব-ফিলিস্তিনি ইতিহাস পাঠ করেন। আবিষ্কার করেন কীভাবে ভুলভাল ইতিহাসের ফাঁদে ফেলে যুগ যুগ তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে চলেছে ইহুদি, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি কুচক্রীরা।
ব্যক্তি কিংবা জাতিÑউভয় ক্ষেত্রে প্রথম প্রশ্নটাই হবে স্বাধীনতা। এই জাদুর কাঠি আগ বাড়িয়ে কেউ কখনও কারো হাতে তুলে দিয়ে যায়নিÑযায় না। তাকে হাসিল করতে হয়, প্রতিদিন, প্রতিমুহূর্তে। হাজারো ফিলিস্তিনি যোদ্ধার রক্তে গড়া রাস্তা ধরে অতএব তিনিও বাজি ধরলেন জীবনের ওপর। মানুষের জন্য অপার ভালোবাসা আর অসীম সাহস সম্বল করে ঝাঁপ দিলেন মরণপণ যুদ্ধে।
বিপ্লব করার জন্য কেবল ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট নয়। বিদ্রোহের পর্যায়ে ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট প্রেরণা জোগায়। কিন্তু আমরা যদি সত্যিকারের বিপ্লব করতে চাই, তাহলে আমাদের ভালোবাসতে হবে এবং ভবিষ্যতের কথা ভাবতে হবে।
১৯৪৮ সালের ৪ এপ্রিল ইহুদি মিলিশিয়াদের বন্দুকের মুখে বাবা-মার হাত ধরে একবস্ত্রে হাইফার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন লায়লা খালেদ। তখন তার বয়স মাত্র চার বছর। সেই অপমানের আগুন আর প্রতিশোধের তাড়না নিয়ে বড় হতে থাকেন তিনি। আঠারো বছর বয়সে যোগ দেন সশস্ত্র গেরিলা দলে। গোপন আস্তানায় পুরুষ যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর প্রশিক্ষণ নেন। ইংরেজি স্কুলে শেখা বিদ্যাবুদ্ধি বিসর্জন দিয়ে দেন মস্তিষ্ক থেকে। তাত্তি¡ক অনুশীলনে দুই-আড়াই হাজার বছরের আরব-ফিলিস্তিনি ইতিহাস পাঠ করেন। আবিষ্কার করেন কীভাবে ভুলভাল ইতিহাসের ফাঁদে ফেলে যুগ যুগ তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে চলেছে ইহুদি, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি কুচক্রীরা। ব্যক্তি কিংবা জাতিÑউভয় ক্ষেত্রে প্রথম প্রশ্নটাই হবে স্বাধীনতা। এই জাদুর কাঠি আগ বাড়িয়ে কেউ কখনও কারো হাতে তুলে দিয়ে যায়নিÑযায় না। তাকে হাসিল করতে হয়, প্রতিদিন, প্রতিমুহূর্তে। হাজারো ফিলিস্তিনি যোদ্ধার রক্তে গড়া রাস্তা ধরে অতএব তিনিও বাজি ধরলেন জীবনের ওপর। মানুষের জন্য অপার ভালোবাসা আর অসীম সাহস সম্বল করে ঝাঁপ দিলেন মরণপণ যুদ্ধে। বিপ্লব করার জন্য কেবল ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট নয়। বিদ্রোহের পর্যায়ে ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট প্রেরণা জোগায়। কিন্তু আমরা যদি সত্যিকারের বিপ্লব করতে চাই, তাহলে আমাদের ভালোবাসতে হবে এবং ভবিষ্যতের কথা ভাবতে হবে।
|
Writer |
|
|
Translator |
|
|
Publisher |
|
|
ISBN |
9789843916228 |
|
Language |
Bengali / বাংলা |
|
Country |
Bangladesh |
|
Format |
Hardcover |
|
Edition |
1 St, 2025 |
|
Pages |
270 |











