চার ইয়ারি আড্ডা
সমকালীন সাহিত্য ও লেখালেখি নিয়ে চার বন্ধুর কাল্পনিক আড্ডা ও সংলাপ। মুদ্রিত ওই আঠারোটির সঙ্গে আরো গোটা দুয়েক জুড়ে এবং ঈষৎ নামটি বদলে বের হল এই 'চার ইয়ারি আড্ডা'। চার বন্ধু। চারটি চরিত্রের উপরে কি সত্যিকারের চারজনের ছায়া? সে সময়কার পাঠকরা বলেন, এই চারজন হচ্ছেন পূর্ণেন্দু পত্রী, দেবেশ রায়, রণজিৎ সিংহ এবং লেখক অরুণ সেন নিজে।
সমকালীন সাহিত্য ও লেখালেখি নিয়ে চার বন্ধুর কাল্পনিক আড্ডা ও সংলাপ। মুদ্রিত ওই আঠারোটির সঙ্গে আরো গোটা দুয়েক জুড়ে এবং ঈষৎ নামটি বদলে বের হল এই 'চার ইয়ারি আড্ডা'। চার বন্ধু। চারটি চরিত্রের উপরে কি সত্যিকারের চারজনের ছায়া? সে সময়কার পাঠকরা বলেন, এই চারজন হচ্ছেন পূর্ণেন্দু পত্রী, দেবেশ রায়, রণজিৎ সিংহ এবং লেখক অরুণ সেন নিজে।