কেবল ডাকাতির মোকাবিলা নয়, উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ডাকাতির মতো ব্রিটিশ প্রশাসন উদ্বিগ্ন হয়ে উঠেছিল White Collar Crime নিয়ে। লেখক আঠারো-উনিশ শতকে বাংলার অপরাধ জগতের নানা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এই বইয়ে।
No Specifications