কোনো নকশালপন্থী কলমে কখনও নকশালপন্থী আন্দোলনের গভীর বিশ্লেষণ হয়তো এখনও পর্যন্ত কোনো পুস্তকেই লেখা হয়নি। যেভাবে লেখক নকশাল আন্দোলনের গভীর মার্কসবাদী, লেনিনবাদী বিশ্লেষণ করেছেন তা যেমন অভূতপূর্ব তেমনই অকল্পনীয়।
No Specifications