অশোক রায়ের জন্ম ১৯৫২ সালে কলকাতায়। কর্ম সূত্রে জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় ভূ-রসায়ন বিভাগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। গবেষণামূলক গ্রন্থ শাল গ্রাম শিলার সন্ধানে আশুতোষ মুখার্জি মেমোরিয়াল কমিটি প্রদত্ত উমা প্রসাদ স্মৃতি পুরস্কারে সম্মানিত। শখ হচ্ছে ভ্রমণ করা ও ফটোগ্রাফি।
গ্রন্থসমূহ : শালগ্রাম শিলার সন্ধানে, বিবর্তনের ধারায় শিব ও শিবলিঙ্গ, মাতৃকাশক্তি ইত্যাদি।