চাঁদ চিমনির ধোঁয়া ওপর নীচে চাঁদ, সাদা উল্লুক, খুঁড়ছে কুয়াে চাঁদ হাসছে ম্লান নদীর ওপর কতবার রক্ত চলকে পড়ে আকাশ থেকে সাদা উল্লুক পার হচ্ছে ঘণ্টা-চূড়াে সাদা-উল্লুক-চাঁদের ম্লান হাসি চাঁদ ভেঙে ফেলছে নিজেরই হৃদয়
No Specifications