লরেন্সের গল্প
ইংরাজি সাহিত্য-ক্ষেত্রে লরেন্সের আবির্ভাব অপ্রত্যাশিত ও বিস্ময়কর । মনের মেঘলােক যাঁরা ছাড়িয়ে উঠেছেন, এমন বহু বিরাট দিকপাল ইংরাজি সাহিত্যে আছেন, কিন্তু ডি. এইচ. লরেন্স ঠিক যেন তাদের জাতের নয় । আগ্নেয়গিরির দুরন্ত তীব্র উত্তাপ তাঁর ভাষায়, তাঁর মনে রৌদ্রোজ্জ্বল বিচিত্র রঙের কুণ্ঠাহীন প্রাচুর্য । ইংলন্ডের অপেক্ষাকৃত শান্ত গম্ভীর বনেদি চালের সাহিত্যের জগতে তিনি কিছুদিন বজ্রঘােষিত বিদ্যুৎ- কশায়িত মৌসুমী ঝড়ের মতাে বয়ে গেছেন ।
ডি. এইচ. লরেন্সের ছােট বড় সমস্ত গল্প থেকে, বাছাই করা যে ক'টি রচনা এই বইয়ে অনুবাদ করা হয়েছে, তাঁর সাহিত্য-প্রতিভার উৎকৃষ্ট পরিচয় সেগুলির মধ্যে পাওয়া যাবে।
লরেন্সের কাহিনির ধারা-নিয়ন্ত্রণের নিয়তি একেবারে আলাদা। মামুলি গল্পের হাসিকান্নার দোলায় দোলানাে চিরাচরিত বিন্যাস সে জানে না। সাধারণ বিরহ-মিলন, সুখ-দুঃখ সাফল্য-ব্যর্থতার আলো ছায়ার নকশাকাটা কাহিনি-বিন্যাসে মুখে একটু হাসি ফোটাবার, কি, চোখ একটু অশ্রুসজল করার দায় নিয়ে লরেন্দ্র গল্প লিখতে বসেননি। কোষ-মুক্ত তরবারের মতাে উজ্জ্বল, নিরাবরণ তার সমস্ত চরিত্র দুর্ভেয় এক শিল্প-নিয়তির নির্দেশে আমাদের অগােচর মনের অনাবিস্কৃত সমস্ত কোণে অদ্ভুত অনুভূতির বিদ্যুৎস্পর্শ রেখে যায় ।
লরেন্সের গল্প সম্পাদনা করেছেন প্রেমেন্দ্র মিত্র , অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু , ক্ষিতীশ রায় ও প্রেমেন্দ্র মিত্র।
ইংরাজি সাহিত্য-ক্ষেত্রে লরেন্সের আবির্ভাব অপ্রত্যাশিত ও বিস্ময়কর । মনের মেঘলােক যাঁরা ছাড়িয়ে উঠেছেন, এমন বহু বিরাট দিকপাল ইংরাজি সাহিত্যে আছেন, কিন্তু ডি. এইচ. লরেন্স ঠিক যেন তাদের জাতের নয় । আগ্নেয়গিরির দুরন্ত তীব্র উত্তাপ তাঁর ভাষায়, তাঁর মনে রৌদ্রোজ্জ্বল বিচিত্র রঙের কুণ্ঠাহীন প্রাচুর্য । ইংলন্ডের অপেক্ষাকৃত শান্ত গম্ভীর বনেদি চালের সাহিত্যের জগতে তিনি কিছুদিন বজ্রঘােষিত বিদ্যুৎ- কশায়িত মৌসুমী ঝড়ের মতাে বয়ে গেছেন । ডি. এইচ. লরেন্সের ছােট বড় সমস্ত গল্প থেকে, বাছাই করা যে ক'টি রচনা এই বইয়ে অনুবাদ করা হয়েছে, তাঁর সাহিত্য-প্রতিভার উৎকৃষ্ট পরিচয় সেগুলির মধ্যে পাওয়া যাবে। লরেন্সের কাহিনির ধারা-নিয়ন্ত্রণের নিয়তি একেবারে আলাদা। মামুলি গল্পের হাসিকান্নার দোলায় দোলানাে চিরাচরিত বিন্যাস সে জানে না। সাধারণ বিরহ-মিলন, সুখ-দুঃখ সাফল্য-ব্যর্থতার আলো ছায়ার নকশাকাটা কাহিনি-বিন্যাসে মুখে একটু হাসি ফোটাবার, কি, চোখ একটু অশ্রুসজল করার দায় নিয়ে লরেন্দ্র গল্প লিখতে বসেননি। কোষ-মুক্ত তরবারের মতাে উজ্জ্বল, নিরাবরণ তার সমস্ত চরিত্র দুর্ভেয় এক শিল্প-নিয়তির নির্দেশে আমাদের অগােচর মনের অনাবিস্কৃত সমস্ত কোণে অদ্ভুত অনুভূতির বিদ্যুৎস্পর্শ রেখে যায় । লরেন্সের গল্প সম্পাদনা করেছেন প্রেমেন্দ্র মিত্র , অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু , ক্ষিতীশ রায় ও প্রেমেন্দ্র মিত্র।
Publisher |
|
ISBN |
9789350401576 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
First Published |
April 2012 |
Pages |
371 |