দুঃসময় পেরিয়ে আলোয় ফেরা
সুখ আসে, সুখ যায়। দুঃখ আসে দুঃখ যায়। সুসময়ের বসন্ত পবন নিদাঘের দীপ্ত জ্বালায় ছারখার হয়ে যায়। আবার বর্ষার শান্তিধারায় ধরায় নামে আনন্দের অপার আশীর্বাদ। জাগতিকতার ধারা সব সময় চক্রবৎ। তাই পঞ্চভূতাত্মক পৃথিবী জুড়ে ঘরে ঘরে ঘুরে চলেছে সুখদুঃখের চক্র। তার হাত থেকে কারও নিস্তার নেই। কিন্তু তার জন্য ঘাবড়ে যাওয়ারও কিছু নেই। কারণ, দুঃখ থাকলেও তা থেকে পরিত্রাণের পথ আছে, দুঃসময় এলেও তাকে শান্তচিত্তে অতিক্রমের পথও খোলা আছে। সাধু মহাত্মাদের সঙ্গ ও সান্নিধ্যের অমৃতধারায় সুস্নাত হয়ে, ব্যক্তিগত নানা অভিজ্ঞতায় জারিত হয়ে লেখক এই গ্রন্থে তারই সুললিত ও সরস ধারাভাষ্য রচনা করেছেন।
সুখ আসে, সুখ যায়। দুঃখ আসে দুঃখ যায়। সুসময়ের বসন্ত পবন নিদাঘের দীপ্ত জ্বালায় ছারখার হয়ে যায়। আবার বর্ষার শান্তিধারায় ধরায় নামে আনন্দের অপার আশীর্বাদ। জাগতিকতার ধারা সব সময় চক্রবৎ। তাই পঞ্চভূতাত্মক পৃথিবী জুড়ে ঘরে ঘরে ঘুরে চলেছে সুখদুঃখের চক্র। তার হাত থেকে কারও নিস্তার নেই। কিন্তু তার জন্য ঘাবড়ে যাওয়ারও কিছু নেই। কারণ, দুঃখ থাকলেও তা থেকে পরিত্রাণের পথ আছে, দুঃসময় এলেও তাকে শান্তচিত্তে অতিক্রমের পথও খোলা আছে। সাধু মহাত্মাদের সঙ্গ ও সান্নিধ্যের অমৃতধারায় সুস্নাত হয়ে, ব্যক্তিগত নানা অভিজ্ঞতায় জারিত হয়ে লেখক এই গ্রন্থে তারই সুললিত ও সরস ধারাভাষ্য রচনা করেছেন।
Writer |
|
Publisher |
|
ISBN |
9788194126164 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
Pages |
95 |