রবীন্দ্রনাথের গানের ছবি
সাহিত্যের মধ্যে অকারণ ছবি আসুক, চাইতেন না রবীন্দ্রনাথ। ছবিকেও দিতে চাইতেন না 'বাক্যে ঘেরা সীমা'। বরং ছবির সঙ্গে লেখার এক রকম সৃজন-সংলাপ তৈরি করতে চেয়েছেন অনেক বার। সে ভাবেই তাঁর গানের সঙ্গে জড়িয়ে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর , অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর, অসিতকুমার হালদার, সত্যেন্দ্রনাথ বিশী, রমেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখের আঁকা ছবি। চিত্রকলার ক্ষেত্রে অ-রাবীন্দ্রিক এ সব ছবি কখনও গানের প্রেরণা বা তার আদি রূপ কবিতার অলংকরণ, কখনও বা যে ঘটনা থেকে গানের জন্ম সেই ঘটনারই সম্পূর্ণ স্বতন্ত্র চিত্রভাষ্য। মূল ছবি আর রবীন্দ্রনাথের হাতের লেখায় প্রাসঙ্গিক গানটি সযত্নে উপস্থাপিত হয়েছে এ বইয়ে। সঙ্গে ছবি আর গানের বিবর্তনের বিশ্লেষণ, শিল্পী-পরিচয়। রবীন্দ্রনাথের জীবনকালে তাঁর গানের সঙ্গে প্রকাশিত ছবিগুলি নিয়েই এ বইয়ের প্রথম পর্যায়। গানের ভিতর দিয়ে ছবির আর ছবির ভিতর দিয়ে গানের ভুবনকে দেখাএ এমন দুর্লভ আয়োজন এই প্রথম।
সাহিত্যের মধ্যে অকারণ ছবি আসুক, চাইতেন না রবীন্দ্রনাথ। ছবিকেও দিতে চাইতেন না 'বাক্যে ঘেরা সীমা'। বরং ছবির সঙ্গে লেখার এক রকম সৃজন-সংলাপ তৈরি করতে চেয়েছেন অনেক বার। সে ভাবেই তাঁর গানের সঙ্গে জড়িয়ে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর , অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর, অসিতকুমার হালদার, সত্যেন্দ্রনাথ বিশী, রমেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখের আঁকা ছবি। চিত্রকলার ক্ষেত্রে অ-রাবীন্দ্রিক এ সব ছবি কখনও গানের প্রেরণা বা তার আদি রূপ কবিতার অলংকরণ, কখনও বা যে ঘটনা থেকে গানের জন্ম সেই ঘটনারই সম্পূর্ণ স্বতন্ত্র চিত্রভাষ্য। মূল ছবি আর রবীন্দ্রনাথের হাতের লেখায় প্রাসঙ্গিক গানটি সযত্নে উপস্থাপিত হয়েছে এ বইয়ে। সঙ্গে ছবি আর গানের বিবর্তনের বিশ্লেষণ, শিল্পী-পরিচয়। রবীন্দ্রনাথের জীবনকালে তাঁর গানের সঙ্গে প্রকাশিত ছবিগুলি নিয়েই এ বইয়ের প্রথম পর্যায়। গানের ভিতর দিয়ে ছবির আর ছবির ভিতর দিয়ে গানের ভুবনকে দেখাএ এমন দুর্লভ আয়োজন এই প্রথম।