রজনীকান্ত কাব্যগুচ্ছ
শরীর হার মানিয়াছে, কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই--কণ্ঠ বিদীর্ণ হইয়াছে, কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করিতে পারে নাই---পৃথিবীর সমস্ত আরাম ও আশা ধূলিসাৎ হইয়াছে, কিন্তু ভূমার প্রতি ভক্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই।’ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুরারোগ্য ক্যানসার রোগে রুদ্ধবাক মৃত্যুপথযাত্রী কান্তকবি রজনীকান্তকে দেখে গিয়ে রবীন্দ্রনাথ পত্র লিখে তাঁকে এ-কথা জানিয়েছিলেন। প্রকৃতই স্বল্পায়ু কান্তকবির প্রতিভার একমাত্র বাহন গীতিকবিতা ও সংগীত।কান্তকবির সমগ্র কাব্য সংকলিত হলো এই কাব্যগুচ্ছে। বিশেষ করে রোগশয্যায় বসে তাঁর লিখিত ডায়েরি এই গ্রন্থের এক অমূল্য সংযোজন।এ ছাড়া সংযোজিত হয়েছে পরিশিষ্টে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অক্ষয়কুমার মৈত্রেয় এবং রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন-লিখিত রজনীকান্ত-পরিচিতি।কান্তকবির উইলের খসড়া, আত্মজীবনী ও ইন্দিরা দেবীচৌধুরানী-কৃত কবির দুটি বিখ্যাত সংগীতের স্বরলিপি এ গ্রন্থটিকে বিশিষ্টতা দান করেছে।
শরীর হার মানিয়াছে, কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই--কণ্ঠ বিদীর্ণ হইয়াছে, কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করিতে পারে নাই---পৃথিবীর সমস্ত আরাম ও আশা ধূলিসাৎ হইয়াছে, কিন্তু ভূমার প্রতি ভক্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই।’ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুরারোগ্য ক্যানসার রোগে রুদ্ধবাক মৃত্যুপথযাত্রী কান্তকবি রজনীকান্তকে দেখে গিয়ে রবীন্দ্রনাথ পত্র লিখে তাঁকে এ-কথা জানিয়েছিলেন। প্রকৃতই স্বল্পায়ু কান্তকবির প্রতিভার একমাত্র বাহন গীতিকবিতা ও সংগীত।কান্তকবির সমগ্র কাব্য সংকলিত হলো এই কাব্যগুচ্ছে। বিশেষ করে রোগশয্যায় বসে তাঁর লিখিত ডায়েরি এই গ্রন্থের এক অমূল্য সংযোজন।এ ছাড়া সংযোজিত হয়েছে পরিশিষ্টে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অক্ষয়কুমার মৈত্রেয় এবং রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন-লিখিত রজনীকান্ত-পরিচিতি।কান্তকবির উইলের খসড়া, আত্মজীবনী ও ইন্দিরা দেবীচৌধুরানী-কৃত কবির দুটি বিখ্যাত সংগীতের স্বরলিপি এ গ্রন্থটিকে বিশিষ্টতা দান করেছে।
Publisher |
|
ISBN |
9788186806741 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
First Published |
January 2000 |
Pages |
420 |