অদৃশ্য অস্ত্রের আঘাত
সরসকালী ভদ্রকে চেনেন নিশ্চয়ই? আরে, যিনি সুপার ন্যাচারাল, প্যারানর্মাল, স্পিরিট, ব্ল্যাক ম্যাজিক, প্যারাসাইকোলজির মতো ব্যাপার- স্যাপার নিয়ে কাজ করেন! তাঁর তিনটি অনুসন্ধান কাহিনি নিয়ে এই বই। বলা যায়, সরসকালী ভদ্রের তিনটি কেস ডায়েরি। চন্দননগরের ভৌমিক বাড়ির অন্দরে ঘটেছে এক মহা গোলমেলে ব্যাপার। খুন নয়, কিন্তু খুনোখুনি। হঠাৎ হঠাৎ রক্তপাত। 'অদৃশ্য অস্ত্রের আঘাত'! পুরুলিয়ার অপরূপ শ্রীপতিকে কে ডাকে? কেন তার পাশে পাশে ঘোরে আর ডেকে চলে মৃতজনেরা। যে যেমনভাবে বাঁচতে চায় চাক। কিন্তু এ যে 'মৃতজনের মারণ ডাক'! পাখিদের ভালোবেসেই কি পাখি হলেন অবন্তীবাবু? নাকি ফুরিয়ে এল পাপের আয়ু? 'পাখি হলেন অবন্তীবাবু'।
সরসকালী ভদ্রকে চেনেন নিশ্চয়ই? আরে, যিনি সুপার ন্যাচারাল, প্যারানর্মাল, স্পিরিট, ব্ল্যাক ম্যাজিক, প্যারাসাইকোলজির মতো ব্যাপার- স্যাপার নিয়ে কাজ করেন! তাঁর তিনটি অনুসন্ধান কাহিনি নিয়ে এই বই। বলা যায়, সরসকালী ভদ্রের তিনটি কেস ডায়েরি। চন্দননগরের ভৌমিক বাড়ির অন্দরে ঘটেছে এক মহা গোলমেলে ব্যাপার। খুন নয়, কিন্তু খুনোখুনি। হঠাৎ হঠাৎ রক্তপাত। 'অদৃশ্য অস্ত্রের আঘাত'! পুরুলিয়ার অপরূপ শ্রীপতিকে কে ডাকে? কেন তার পাশে পাশে ঘোরে আর ডেকে চলে মৃতজনেরা। যে যেমনভাবে বাঁচতে চায় চাক। কিন্তু এ যে 'মৃতজনের মারণ ডাক'! পাখিদের ভালোবেসেই কি পাখি হলেন অবন্তীবাবু? নাকি ফুরিয়ে এল পাপের আয়ু? 'পাখি হলেন অবন্তীবাবু'।