দিনেরবেলাতেও ভূত দেখা যায়
বলাই সামন্ত চোখ বড় করে বললেন, 'আলবাত আছে। একশোবার আছে।' সন্তোষ বলল, 'সেকী! শহরে তো খুব আলো। সেখানে ভূত থাকবে কী করে?' বলাই সামন্ত মুখ তুলে মুচকি হেসে বললেন, 'আলোতে ভূত থাকে না তোকে কে বলল?' সন্তোষ চোখ বড় করে বলল, 'সেই ছোটবেলা থেকেই তো শুনে আসছি। ভূত কেবল রাতে বের হয়। যত ভূতের ভয় সে তো রাতেই।' বলাই সামন্ত বললেন, 'তোর মাথা! দাঁড়া, খাওয়াটা শেষ করে দিনে দেখা ভূতের গল্প বলছি। গল্প নয়, একেবারে সত্যি।' খাওয়া শেষ করে মুখ-টুখ ধুয়ে সন্তোষের কাছ থেকে পান নিলেন বলাই সামন্ত। সেই পান মুখে ফেলে একটা বেঞ্চে পা গুটিয়ে আরাম করে বসে ভূতের গল্প শুরু করলেন। দিনে দেখা ভূতের গল্প।
বলাই সামন্ত চোখ বড় করে বললেন, 'আলবাত আছে। একশোবার আছে।' সন্তোষ বলল, 'সেকী! শহরে তো খুব আলো। সেখানে ভূত থাকবে কী করে?' বলাই সামন্ত মুখ তুলে মুচকি হেসে বললেন, 'আলোতে ভূত থাকে না তোকে কে বলল?' সন্তোষ চোখ বড় করে বলল, 'সেই ছোটবেলা থেকেই তো শুনে আসছি। ভূত কেবল রাতে বের হয়। যত ভূতের ভয় সে তো রাতেই।' বলাই সামন্ত বললেন, 'তোর মাথা! দাঁড়া, খাওয়াটা শেষ করে দিনে দেখা ভূতের গল্প বলছি। গল্প নয়, একেবারে সত্যি।' খাওয়া শেষ করে মুখ-টুখ ধুয়ে সন্তোষের কাছ থেকে পান নিলেন বলাই সামন্ত। সেই পান মুখে ফেলে একটা বেঞ্চে পা গুটিয়ে আরাম করে বসে ভূতের গল্প শুরু করলেন। দিনে দেখা ভূতের গল্প।
Writer |
|
Publisher |
|
ISBN |
9788183745536 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
Pages |
104 |