আগুন রঙের বুলেট
দশটি কাহিনি-দশটি বুলেট। তার মধ্যে প্রথমটি আবার আগুন রঙের। অনীশ দেবের কলমে দশটি নতুন কাহিনি। বুলেট দিয়ে এই সংকলনের শুরু, আর সংঘর্ষ দিয়ে শেষ।...তারপর? 'প্রথমে রিভলভার তুলব আমি, তারপর তুই। তারপর রিভলভারের নল রগে ঠেকিয়ে ফায়ার করে আমরা দুজনেই সুইসাইড করার চেষ্টা করব। প্রথমে আমি, তারপর তুই। এবার ওপরওয়ালা যাকে আশীর্বাদ করবে সে থাকবে, আর অন্যজনের খুলি, ঘিলু সব ঘেঁটেঘুঁটে চৌচির হয়ে ছড়িয়ে পড়বে এই পলিথিনের ওপরে। ব্যস, "ভগবানের লটারি" শেষ।' একচিলতে হাসল নোনা। তারপর বেদির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। একসময় ঘুরন্ত বেদি থামিয়ে দিল বিল্লু। কাচের ট্রে-র ওপর থেকে কাপড়ের ঢাকনাটা তুলে নিল। দুটো চকচকে রিভলভার-একইরকম দেখতে। তবে একটায় আছে মৃত্যু, অন্যটায় জীবন। ওপরদিকে মুখ তুলে তিনবার নমস্কার জানাল নোনা। মা কালীর ফটোর দিকে তাকিয়ে একবার চোখ বুজল। রোগা ছেলেটা তখন কাঁদছে। হিজিবিজি বকছে। নোনা একটা রিভলভার তুলে নিল। নিজের ডানরগে ঠেকাল। রোগা ছেলেটা অন্য রিভলভারটা তুলে নিল। নোনার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। নোনা চোখ বুজে ট্রিগার টিপল।
দশটি কাহিনি-দশটি বুলেট। তার মধ্যে প্রথমটি আবার আগুন রঙের। অনীশ দেবের কলমে দশটি নতুন কাহিনি। বুলেট দিয়ে এই সংকলনের শুরু, আর সংঘর্ষ দিয়ে শেষ।...তারপর? 'প্রথমে রিভলভার তুলব আমি, তারপর তুই। তারপর রিভলভারের নল রগে ঠেকিয়ে ফায়ার করে আমরা দুজনেই সুইসাইড করার চেষ্টা করব। প্রথমে আমি, তারপর তুই। এবার ওপরওয়ালা যাকে আশীর্বাদ করবে সে থাকবে, আর অন্যজনের খুলি, ঘিলু সব ঘেঁটেঘুঁটে চৌচির হয়ে ছড়িয়ে পড়বে এই পলিথিনের ওপরে। ব্যস, "ভগবানের লটারি" শেষ।' একচিলতে হাসল নোনা। তারপর বেদির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। একসময় ঘুরন্ত বেদি থামিয়ে দিল বিল্লু। কাচের ট্রে-র ওপর থেকে কাপড়ের ঢাকনাটা তুলে নিল। দুটো চকচকে রিভলভার-একইরকম দেখতে। তবে একটায় আছে মৃত্যু, অন্যটায় জীবন। ওপরদিকে মুখ তুলে তিনবার নমস্কার জানাল নোনা। মা কালীর ফটোর দিকে তাকিয়ে একবার চোখ বুজল। রোগা ছেলেটা তখন কাঁদছে। হিজিবিজি বকছে। নোনা একটা রিভলভার তুলে নিল। নিজের ডানরগে ঠেকাল। রোগা ছেলেটা অন্য রিভলভারটা তুলে নিল। নোনার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। নোনা চোখ বুজে ট্রিগার টিপল।