অশরীরী ভয়ংকর
চোখের পলকে ঝুরো মাটির আবরণ সরিয়ে ভ্যাম্পায়ারটা এক ঝটকায় উঠে বসল। ওটার গা বেয়ে মাটির গুঁড়ো ঝরে পড়তে লাগল। ভ্যাম্পায়ারটার মুখ লম্বাটে। সারা গা ফ্যাকাশে সাদা। চোখ আর ঠোঁট লাল। মাথা ভরতি ঢেউখেলানো ঝাঁকড়া চুল। গায়ে কাদামাটি মাখা একটা ফুলস্লিভ শার্ট, আর গাঢ় ছাই রঙের চকচকে একটা প্যান্ট। একটা দাঁড়াশ সাপ যেভাবে গাছ বেয়ে ওঠে ঠিক সেভাবে নিলির গা বেয়ে সড়সড় করে উঠে দাঁড়াল ভ্যাম্পায়ারটা। এক ঝাপটায় ছিঁড়ে নিল নিলির গলার রুমাল। নিলি চোখ বড় করে চিৎকার করতে শুরু করল। ১৩টি অলৌকিক কাহিনি। সবকটাই নতুন। এবং ভয়ংকর।
চোখের পলকে ঝুরো মাটির আবরণ সরিয়ে ভ্যাম্পায়ারটা এক ঝটকায় উঠে বসল। ওটার গা বেয়ে মাটির গুঁড়ো ঝরে পড়তে লাগল। ভ্যাম্পায়ারটার মুখ লম্বাটে। সারা গা ফ্যাকাশে সাদা। চোখ আর ঠোঁট লাল। মাথা ভরতি ঢেউখেলানো ঝাঁকড়া চুল। গায়ে কাদামাটি মাখা একটা ফুলস্লিভ শার্ট, আর গাঢ় ছাই রঙের চকচকে একটা প্যান্ট। একটা দাঁড়াশ সাপ যেভাবে গাছ বেয়ে ওঠে ঠিক সেভাবে নিলির গা বেয়ে সড়সড় করে উঠে দাঁড়াল ভ্যাম্পায়ারটা। এক ঝাপটায় ছিঁড়ে নিল নিলির গলার রুমাল। নিলি চোখ বড় করে চিৎকার করতে শুরু করল। ১৩টি অলৌকিক কাহিনি। সবকটাই নতুন। এবং ভয়ংকর।