মৃচ্ছকটিক
মৃচ্ছকটিক-এর কাহিনি বা 'বস্তু' সম্পূর্ণ লোকায়ত। বৃহৎকথায় এ কাহিনির সংক্ষিপ্ত বীজ আছে, কথাসরিৎসাগর-এও বিভিন্ন অংশের সূত্র আছে।
সাহিত্যের চূড়ান্ত বিচার জীবনের পুনর্মূল্যায়নে; সেই মানদণ্ডে মৃচ্ছকটিক এর স্থান অধিকাংশ সংস্কৃত নাটকের ঊর্ধ্বে, তার কারণ এখানে জীবনবোধের গভীর মূল্যায়নের চিহ্ন রয়েছে। চারুদত্তের জীবনে একদিকে দাম্পত্য সম্পর্ক, দারিদ্র্য; অন্যদিকে গণিকার প্রতি প্রেম, গণিকা বসন্তসেনার চারুদত্তের প্রতি প্রেম, অন্যদিকে গণিকাবৃত্তি ও শকারের প্রলোভন; মৈত্রেয়ের প্রচলিত বিদূষকের ভূমিকা ও আপন স্বতন্ত্র ব্যক্তিত্বে চারুদত্তের প্রতি গভীর অকৃত্রিম বন্ধুপ্রীতি; নিরুপায় শর্বিলকের অভ্যস্ত নৈতিক মূল্যবোধে চৌর্যে অনিচ্ছা ও মদনিকার প্রতি গভীর প্রেমে চৌর্যে প্রবৃত্ত হওয়া; মদনিকার প্রেম ও বসন্তসেনার প্রতি আনুগত্যে ও আপন সততায় অন্যায়ের মূল্যে নিষ্ক্রিয় অর্জনে আপত্তি; শকারের বিটের প্রচলিত বিটসুলভ কর্তব্য ও মানবিক দায়িত্ব: চন্দকের রাজকার্য ও বিবেক; চারুদত্তের রাজদ্রোহিতার শঙ্কা ও নিরপরাধ শরণাগতকে আশ্রয়দান; বসন্তসেনার মায়ের কন্যার প্রতি স্নেহ ও নিরপরাধ চারুদত্তকে রক্ষা করার দায়িত্ব; এমনকি দুই চণ্ডালের মধ্যেও রাজনিয়োগ ও বিবেকের সংঘাত—এইভাবে বহু পরস্পরবিরোধী মূল্যবোধের সংঘাতের মধ্যে নাটকটির প্রাণবস্তু নিহিত আছে।
শূদ্রক এর প্রকৃত পরিচয় নিয়ে আজও বিতর্কের অবসান ঘটেনি। প্রথম বা দ্বিতীয় শিবমার রাজা (সপ্তম থেকে অষ্টম শতকের), আভীর রাজা শিমুক (খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতকের) শিশুক, শিংশুক ইত্যাদি নানা নামে, নানা স্থানে ও নানা যুগে নাট্যকারকে স্থাপন করা হয়েছে। বিভিন্ন পুরাণে আমরা শিমুক, শিশুক, সিন্ধুক ও শিপ্রক ইত্যাদি নামের রাজাদের কথা পাই। কিন্তু শূদ্রক যদি সাতবাহন বংশীয় হন তবে ঐ বংশের রাজারা ব্রাহ্মণ্যগর্বিত ছিলেন।
শূদ্রক নামটিতেও বৈশিষ্ট্য আছে; শুনেই বোঝা যায় এ নাম পৈত্রিক নয়, (অশূদ্র পিতামাতা সন্তানের এ নামকরণ করবেন না, শুদ্র পিতামাতাও করবেন না) হয়তো এটি উপাধিরূপে ব্যবহৃত।
মৃচ্ছকটিক-এর কাহিনি বা 'বস্তু' সম্পূর্ণ লোকায়ত। বৃহৎকথায় এ কাহিনির সংক্ষিপ্ত বীজ আছে, কথাসরিৎসাগর-এও বিভিন্ন অংশের সূত্র আছে। সাহিত্যের চূড়ান্ত বিচার জীবনের পুনর্মূল্যায়নে; সেই মানদণ্ডে মৃচ্ছকটিক এর স্থান অধিকাংশ সংস্কৃত নাটকের ঊর্ধ্বে, তার কারণ এখানে জীবনবোধের গভীর মূল্যায়নের চিহ্ন রয়েছে। চারুদত্তের জীবনে একদিকে দাম্পত্য সম্পর্ক, দারিদ্র্য; অন্যদিকে গণিকার প্রতি প্রেম, গণিকা বসন্তসেনার চারুদত্তের প্রতি প্রেম, অন্যদিকে গণিকাবৃত্তি ও শকারের প্রলোভন; মৈত্রেয়ের প্রচলিত বিদূষকের ভূমিকা ও আপন স্বতন্ত্র ব্যক্তিত্বে চারুদত্তের প্রতি গভীর অকৃত্রিম বন্ধুপ্রীতি; নিরুপায় শর্বিলকের অভ্যস্ত নৈতিক মূল্যবোধে চৌর্যে অনিচ্ছা ও মদনিকার প্রতি গভীর প্রেমে চৌর্যে প্রবৃত্ত হওয়া; মদনিকার প্রেম ও বসন্তসেনার প্রতি আনুগত্যে ও আপন সততায় অন্যায়ের মূল্যে নিষ্ক্রিয় অর্জনে আপত্তি; শকারের বিটের প্রচলিত বিটসুলভ কর্তব্য ও মানবিক দায়িত্ব: চন্দকের রাজকার্য ও বিবেক; চারুদত্তের রাজদ্রোহিতার শঙ্কা ও নিরপরাধ শরণাগতকে আশ্রয়দান; বসন্তসেনার মায়ের কন্যার প্রতি স্নেহ ও নিরপরাধ চারুদত্তকে রক্ষা করার দায়িত্ব; এমনকি দুই চণ্ডালের মধ্যেও রাজনিয়োগ ও বিবেকের সংঘাত—এইভাবে বহু পরস্পরবিরোধী মূল্যবোধের সংঘাতের মধ্যে নাটকটির প্রাণবস্তু নিহিত আছে। শূদ্রক এর প্রকৃত পরিচয় নিয়ে আজও বিতর্কের অবসান ঘটেনি। প্রথম বা দ্বিতীয় শিবমার রাজা (সপ্তম থেকে অষ্টম শতকের), আভীর রাজা শিমুক (খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতকের) শিশুক, শিংশুক ইত্যাদি নানা নামে, নানা স্থানে ও নানা যুগে নাট্যকারকে স্থাপন করা হয়েছে। বিভিন্ন পুরাণে আমরা শিমুক, শিশুক, সিন্ধুক ও শিপ্রক ইত্যাদি নামের রাজাদের কথা পাই। কিন্তু শূদ্রক যদি সাতবাহন বংশীয় হন তবে ঐ বংশের রাজারা ব্রাহ্মণ্যগর্বিত ছিলেন। শূদ্রক নামটিতেও বৈশিষ্ট্য আছে; শুনেই বোঝা যায় এ নাম পৈত্রিক নয়, (অশূদ্র পিতামাতা সন্তানের এ নামকরণ করবেন না, শুদ্র পিতামাতাও করবেন না) হয়তো এটি উপাধিরূপে ব্যবহৃত।
Writer |
|
Publisher |
|
ISBN |
9788126024032 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Paperback |
First Published |
1980 |
Pages |
158 |